বোলপুর-বীরভূমে জয়ের ব্যবধান বাড়বে, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

লোকসভা ভোটে মুখে বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেষ্টগড়ে তৃণমূল জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তিনি। বললেন,  ‘সকলে একজোট হয়ে লড়ছে, তৃণমূলে নেই গোষ্ঠীদ্বন্দ্বও। তৃণমূলের জয়ের ব্যবধান দুটি আসন থেকেই আগামী দিন বাড়বে। বোলপুর থেকেও বাড়বে এবং বীরভূম থেকেও বাড়বে’। বুধবার, তারাপীঠে জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর থেকে এদিন বেলা একটা সাত নাগাদ তারাপীঠ সংলগ্ন চিলের মাঠে হ্যাালিপ্যানডে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সড়ক পথে বেসরকারি অনুষ্ঠান ভবনে পৌঁছান তিনি। হেলিপ্যাাডে তাঁকে স্বাগত জানান, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোাপাধ্যায়, অভিজিৎ সিনহা, বিকাশ রায় চৌধুরী-সহ অন্যা ন্যকরা তৃণমূল নেতৃত্ব। তারপর সেই ভবনে কিছুক্ষণ ফাইভ ম্যান কমিটি-সহ কাজল শেখ আলোচনা সারেন। সেটা শেষ হতেই কর্মীদের সঙ্গে নির্বাচন রণকৌশল বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দুই ঘণ্টার বেশি বৈঠক চলে। প্রায় ১৭৩ জন এই বৈঠকে উপস্থিত ছিলেন। ছিলেন বীরভূম ও বোলপুরের ২ তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ও অসিত মাল, কাজল শেখ, কয়েকজন অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, ৬টি পুরসভার চেয়ারম্যান, কিছু কর্মাধ্যক্ষ, ২ লোকসভার নির্বাচন কমিটির সদস্য। বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখ হয়ে অভিষেক জানান, তৃণমূলের কোনও গোষ্ঠী দ্বন্দ্ব নেই। এবার বীরভূমের ২টি লোকসভা আসনে জয়ের ব্যবধান আরও বাড়বে। ভোটে বিজেপিকে বাংলার মানুষ মিথ্যাচারের জবাব দেবে বলে জানান অভিষেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!