‘পদের কলঙ্ক আপনি, হিম্মত থাকলে করিডরের ভিডিও সামনে আনুন’, শ্লীলতাহানি কাণ্ডে রাজ্যপালকে চ্যালেঞ্জ অভিষেকের

 ‘রাজ্যপালের এত ভয় কেন? অভিযোগকারীণিকে আরও অসম্মানিত করেছেন। করিডরের ভিডিও দেখান হিম্মত থাকলে। আপনি আইনের উপরে। আপনার মেয়ের থেকে ছোট, তাকে শ্লীলতাহানি করছেন। কেবিন থেকে বেরনোর সিসিটিভি ফুটেজ দেখান। রাজ্যপাল পদের কলঙ্ক আপনি। চাকরি দেওয়ার নামে শ্লীলতাহানি করছেন। আমি আইনের উপরে নেই। রাজ্যের সুপ্রিম কোর্টে যাওয়া উচিত।’ এদিন রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

error: Content is protected !!