জলপাইগুড়িতে সাম্প্রতিক ঝড়ে ভেঙে গিয়েছে বেশকিছু বাড়ি। আর সেই বাড়িগুলি তৈরি করতে অনুমোদন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেই অনুমতি দেওয়া হল না। সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবেন বলে জানিয়ে দেন অভিষেক। বুধবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জাতীয় নির্বাচন কমিশন রাজ্য সরকারকে জানিয়েছে যে ঝড়ে বিধ্বস্তদের বাড়ি তৈরির জন্য অনুমতি দেবে না তারা।’ অভিষেক আরও জানান, রাজ্য টাকা রাজ্য সরকার দেবে বলেছে, তারপরেও অনুমতি পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘মোদিজির মডেল হল, না ঘর বনাউঙ্গা, না ঘর বনানে দুঙ্গা।’ বাড়ি তৈরির টাকা দিতে প্রশাসন যে প্রস্তুত সেই কথা অবশ্য এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা গিয়েছে। অভিষেক জানিয়েছেন, আদর্শ আচরণবিধি চলাকালীনই অসমে বিহু উৎসব পালনের জন্য টাকা দেওয়ার অনুমতি কমিশন দিয়েছে। তিনি বলেন, ‘‘দুর্ভাগ্যবশত, দুপুরে কমিশনের তরফে রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছে, নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে অনুমতি দেওয়া হচ্ছে না। অর্থাৎ, যাঁদের ঘর মাটিতে মিশে গিয়েছে, তাঁদের বাড়ি তৈরির টাকা রাজ্য দিতে চাইলেও কমিশন অনুমতি দেবে না। রাজ্যকে বলা হয়েছে, ক্ষতিপূরণের টাকা দেওয়া যাবে। আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতির জন্য টাকা দেওয়া যাবে। অল্প ক্ষতি হলে পাঁচ হাজার টাকা এবং বেশি ক্ষতি হলে ২০ হাজার টাকা। কিন্তু নতুন বাড়ি তৈরি করে দেওয়া যাবে না। আমার প্রশ্ন, এরা বাংলা বিরোধী নয় তো কারা বিরোধী?’’ এর পরেই অসমের প্রসঙ্গ টানেন অভিষেক। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের প্রতিবেদন দেখিয়ে বলেন, ‘‘অসমে বিহু পালনের জন্য গত পরশু ওই রাজ্যের ২০০০টি কমিটিকে কমিশন দেড় লক্ষ টাকা করে দেওয়ার অনুমতি দিয়েছে। আদর্শ আচরণবিধি চলাকালীন উৎসব পালনের জন্য এই টাকা দেওয়া হল। উৎসব নিয়ে আমার সমস্যা নেই। কিন্তু বাংলার যখন প্রয়োজন, তখন কমিশন অনুমতি দিল না। কারণ বাংলায় বিজেপির সরকার নেই। অসমে রয়েছে। এ থেকেই প্রমাণিত, বিজেপি বাংলা-বিরোধী।’’
Related Posts
শান্তিপূর্ণ মিছিলে অস্ত্র নিয়ে ঢুকে অশান্তির আশঙ্কা! সল্টলেক স্টেডিয়াম চত্বরে বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত ১৬৩ ধারা জারি করল পুলিশ
সল্টলেক স্টেডিয়াম চত্বরে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা (ভারতীয় ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারার সমতুল) জারি করল বিধাননগর পুলিশ কমিশনারেট। রবিবার বিকেলে একটি সাংবাদিক বৈঠক করে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিধাননগর ডিসি অনীশ সরকার জানান, রবিবার বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। স্টেডিয়ামের বাইরে রবিবার বিকেল ৫টা থেকে আরজি […]
ডাক্তারদের ‘অরাজনৈতিক’ আন্দোলনে রাম-বাম যোগ? মঞ্চে কোকেন কান্ডে ধৃত বিজেপি নেত্রী পামেলা গোস্বামী, সিপিএমের ঊষসী
ভোরের সূর্য ওঠার আগেই আলোচনা চেয়ে মুখ্যমন্ত্রীর অফিসে ই-মেল পাঠাচ্ছেন আন্দোলনকারীরা, সেখানে দুপুর গড়াতেই কেন ফের বেঁকে বসলেন জুনিয়র ডাক্তাররা? প্রশ্ন উঠেছে, কাদের ‘কুমন্ত্রণা’য় এগিয়ে এসেও ফের পিছিয়ে গেলেন জুনিয়র ডাক্তাররা? ডাক্তারদের আন্দোলনের পিছনে রাজনৈতিক শক্তির অস্তিত্ব স্পষ্ট বলে ফের অভিযোগ করেছে রাজ্য সরকার। স্বাস্থ্যভবনের সামনে ডাক্তারদের অবস্থানে বিজেপি ও সিপিএম নেতানেত্রীদের ঘোরাঘুরি থেকে নেপথ্যের […]
মধ্যরাতে কাঁকুড়গাছি লোহাপট্টিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার কাঁকুড়গাছিতে। বুধবার মধ্যরাতে লোহাপট্টি এলাকায় পরপর পাঁচটি কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাটি ঘটেছে বুধবার রাত দেড়টা নাগাদ। স্থানীয় সূত্রে খবর, প্রথমে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। কারখানার কর্মীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে […]