আসানসোলে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে অভিষেকের রোড শোয়ে জনপ্লাবন

দুপুরে আলিপুরে জেলাশাসকের অফিসে মনোনয়ন পত্র জমা দিয়েই বিকেলে আসানসোলে দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, আসানসোল লোকসভা কেন্দ্রের আর্যকন্যা স্কুল মোড় থেকে সিটি বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো-তে অভিষেকের আবেগে জনপ্লাবন। দলীয় প্রার্থী বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা, রাজ্যের মন্ত্রী নেতা মলয় ঘটক-সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্বকে নিয়ে হুড খোলা ট্যাবলোতে রোড শো করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আসানসোল শহরের রাস্তা মহানগরীর রাজপথের চেহারা নেয়। রাস্তার দুধারেই শুধু নয়, অভিষেককে একঝলক দেখতে বাড়ির ছাদ, বারান্দাও ছিল ভিড়ে ঠাসা।

error: Content is protected !!