অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল আবির চ্যাটার্জী এবং মিমি চক্রবর্তী অভিনীত ‘আলাপ’এর ট্রেলার। প্রেমেন্দু বিকাশ চাকি পরিচালিত এই ছবিতে দেখা যাবে এক ভিন্ন স্বাদের প্রেমের গল্প। চোখে না দেখেও ভালোবাসার গল্প বলবে ‘আলাপ। ছবিতে আবিরের চরিত্রের নাম পাবলো। অন্যদিকে মিমির চরিত্রের নাম অর্পিতা। ট্রেলারের শুরুতেই দেখা যায় পাবলো এবং অর্পিতা দুজনেই নিজেদের জীবনে নিজেদের চাকরি এসব নিয়েই ব্যাস্ত। এরপর ঘটনাচক্রে তারা একই ফ্ল্যাটে ভাড়া আসে। কিন্তু কেউ কাউকে কোনোদিন দেখে না। এমনকি সামান্য আলাপটুকুও হয়না তাদের। একে অপরকে না দেখেই দুটো আলাদা ঘরে থেকেও নিজেদের মতো করেই একটা সংসার সাজিয়ে ফেলে পাবলো অর্পিতা। এরপর গল্পে আসে না চমক। কিন্তু শেষমেশ পাবলো অর্পিতার সম্পর্ক কোনদিকে গড়ায় তা ছবিটা না দেখা পর্যন্ত জানতে পারছেন না দর্শকরা। আর তার জন্য অপেক্ষা করতে হবে ২৬ এপ্রিল পর্যন্ত। কারণ ওইদিনই মুক্তি পাচ্ছে ‘আলাপ’।
Related Posts
‘পাঠান ২’ নিয়ে বড় আপডেট দিলেন আব্বাস টায়ারওয়ালা
যশরাজের স্পাই ইউনিভার্সে শাহরুখের প্রথম ছবির কাহিনি লিখেছিলেন আব্বাস। দ্বিতীয় ছবির গল্পও তিনি লিখেছেন। গল্প লেখার পরে এবার শুরু হয়েছে ছবির সংলাপ লেখার কাজ। এক বিনোদন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। তবে ছবিতে খলনায়কের চরিত্রে কে কিংবা পরিচালনা করে করবেন তা অবশ্য খোলসা করেননি আব্বাস। যদিও এটা নিশ্চিত যে, সিদ্ধার্থ আনন্দ এই ছবিটির পরিচালক […]
আইপিএলের ভরা মাঠে মুক্তি পেতে চলেছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’-র ট্রেলার!
জাহ্নবী কাপুর এবং রাজকুমার রাও অভিনীত স্পোর্টস ড্রামা ফিল্ম ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’-এর অপেক্ষায় থাকা ভক্তদের জন্য সুখবর রয়েছে। মুক্তি পেতে চলেছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’-এর ট্রেলার। এর আগে, ছবিতে জাহ্নবী কাপুর এবং রাজকুমার রাও-এর ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছিল। এখন করণ জোহর তার নতুন ছবির ট্রেলারের মুক্তির তারিখ ঘোষণা করেছেন। করণ জোহর এবং তার […]
মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক যৌন নির্যাতনের অভিযোগের ঘটনা প্রকাশ্যে
মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক যৌন নির্যাতনের অভিযোগ। হেমা কমিটির রিপোর্টে উঠে এসেছে ভয়ঙ্কর কিছু তথ্য। এরই মাঝে কেরালার এক অভিনেত্রী বিস্ফোরক ঘটনা প্রকাশ্যে। নয়ের দশকের সেই জনপ্রিয় অভিনেত্রী গোটা বিশ্বের কাছে তুলে ধরলেন একজন তামিল পরিচালক কী ভাবে তাঁকে ‘যৌনদাসী’ করে রেখেছিলেন। এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর উপর ঘটে যাওয়া মানসিক, শারীরিক […]