দুর্ঘটনার শিকার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ক্রিস্টেল ডিসুজা৷ সম্প্রতি নিজের ইনস্টা স্টোরিতে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, যা দেখে স্বভাবতই মন খারাপ ভক্তদের৷ ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন অভিনেত্রী৷ হাঁটুতে বিভিন্ন যন্ত্রপাতি লাগানো৷ জিমে শরীরচর্চা করতে গিয়েই হাঁটুতে চোট পেয়েছেন অভিনেত্রী৷ অভিনেত্রীর আহত হওয়ার খবর শুনে সকল অনুরাগীরাই চিন্তিত হয়ে পড়েছেন৷ সংবাদমাধ্যম সূত্রের খবর, জিমে গিয়ে শরীরচর্চা করার সময়েই হাঁটুতে আঘাত পেয়েছেন তিনি৷ রোজ যেমন জিমে যান তেমনটাই গিয়েছিলেন৷ শরীরচর্চা করতে করতেই হাঁটুতে ব্যথা অনুভব করেন৷ সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা শুরু করা হয়৷ টিউব লাগানো পায়ের ছবি পোস্ট করে সঙ্গে নিজের হেলথ আপডেট দিয়ে অভিনেত্রী বলেন, এই সাপোর্টটা আমাকে শান্তি দিল৷ পাশাপাশি ওষুধের ছবি দিয়ে ঘৃণার কথা উগরে দিয়েছেন তিনি৷
Related Posts
বুমেরাং-এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে আনলেন জিৎ
ঈদের দিনে বাংলা সিনেমাপ্রেমীদের জন্য ট্রিট নিয়ে হাজির হলেন সুপারস্টার জিৎ। প্রকাশ্যে এল সৌভিক কুন্ডু পরিচালিত সাই-ফাই কমেডি ফিল্ম বুমেরাং-এর ফার্স্ট লুক। আগেই জানা গিয়েছিল এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন জিৎ এবং রুক্মিণী মৈত্র। আজ সকালে সোশ্যাল মিডিয়ায় বুমেরাং-এর প্রথম লুক পোস্টার শেয়ার করেন জিৎ। পোস্টারে জিতকে একটি উড়ন্ত সুপারবাইকে উঠতে দেখা […]
কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে স্মিতা পাটিলের ‘মন্থন’
বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের ১৯৭৬ সালের ক্লাসিক চলচ্চিত্র ‘মন্থন’ মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে অন্তর্ভুক্ত হচ্ছে। হিন্দি সিনেমার মেগাস্টার অমিতাভ বচ্চন নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই খবরটি ভাগ করেছেন, যেখানে তিনি ভারতের চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণের জন্য অবিচ্ছিন্ন প্রচেষ্টার জন্য ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনে গর্ব প্রকাশ করেছেন। অমিতাভ বচ্চনের ইনস্টাগ্রাম পোস্ট ‘মন্থন’-এর পুনরুদ্ধার করা পোস্টারটি উন্মোচন করেছে, […]
জন্মদিনে স্ত্রী’র থেকে বিশেষ উপহার পেলেন জিৎ গঙ্গোপাধ্যায়
আজ জন্মদিন জনপ্রিয় সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের। জন্মদিনে স্ত্রী চন্দ্রাণী গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে তিনি পেয়েছেন দারুন উপহার। সারপ্রাইজ উপহার হিসেবে কুর্গে বেড়াতে নিয়ে এসেছেন স্ত্রী, চন্দ্রাণী। দু’দিন কাটিয়ে তারপর মুম্বই ফিরবেন বলে জানা জিৎ। জন্মদিনের স্পেশ্যাল খাওয়া দাওয়ায় থাকছে দক্ষিণী স্বাদ। সাউথ ইন্ডিয়ান খাবার দু’জনেরই বরাবরই পছন্দের। তাই সেই মেন্যুটি থাকছে জন্মদিনে।