জিমে শরীরচর্চা করতে গিয়েই হাঁটুতে চোট পেলেন অভিনেত্রী ক্রিস্টেল ডিসুজা

দুর্ঘটনার শিকার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ক্রিস্টেল ডিসুজা৷ সম্প্রতি নিজের ইনস্টা স্টোরিতে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, যা দেখে স্বভাবতই মন খারাপ ভক্তদের৷ ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন অভিনেত্রী৷ হাঁটুতে বিভিন্ন যন্ত্রপাতি লাগানো৷ জিমে শরীরচর্চা করতে গিয়েই হাঁটুতে চোট পেয়েছেন অভিনেত্রী৷ অভিনেত্রীর আহত হওয়ার খবর শুনে সকল অনুরাগীরাই চিন্তিত হয়ে পড়েছেন৷ সংবাদমাধ্যম সূত্রের খবর, জিমে গিয়ে শরীরচর্চা করার সময়েই হাঁটুতে আঘাত পেয়েছেন তিনি৷ রোজ যেমন জিমে যান তেমনটাই গিয়েছিলেন৷ শরীরচর্চা করতে করতেই হাঁটুতে ব্যথা অনুভব করেন৷ সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা শুরু করা হয়৷ টিউব লাগানো পায়ের ছবি পোস্ট করে সঙ্গে নিজের হেলথ আপডেট দিয়ে অভিনেত্রী বলেন, এই সাপোর্টটা আমাকে শান্তি দিল৷ পাশাপাশি ওষুধের ছবি দিয়ে ঘৃণার কথা উগরে দিয়েছেন তিনি৷

error: Content is protected !!