বিজেপি-তে যোগ দিলেন অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়

ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিলেন মুম্বইয়ের টেলিভিশন তারকা ‘অনুপমা’ রূপালি গঙ্গোপাধ্যায়। বুধবার, ১ মে, নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ খবরে শিলমোহর দেওয়া হয়। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে বাঙালি অভিনেত্রী বলেন, “আমি এখানে এসে সম্মানিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাকে নানা ভাবে প্রভাবিত করেছেন। আমি প্রধানমন্ত্রী মোদির একজন বড় ভক্ত। বিজেপি দুর্দান্ত কাজ করছে এবং সেই কারণেই আমি বিজেপিতে যোগ দিতে চেয়েছিলাম। দলের কাছে কৃতজ্ঞ আমি।” যদিও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন কিনা সে বিষয়ে ‘অনুপমা’ তারকা এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

error: Content is protected !!