ক্ষমতায় এসেই রাজ্যগুলিকে করের টাকার অতিরিক্ত কিস্তি দিল মোদি সরকার। সোমবার জুন মাসের করের টাকায় অনুমোদন দিয়েছে কেন্দ্র। পাশাপাশি, অতিরিক্ত কিস্তির টাকাও দেওয়া হচ্ছে। গোটা দেশে ভাগ করে দেওয়া হয়েছে এক লক্ষ ৩৯ হাজার ৭৫০ কোটি টাকা। তার মধ্যে পশ্চিমবঙ্গ পেয়েছে ১০,৫১৩.৪৬ কোটি টাকা। সব থেকে বেশি পেয়েছে উত্তরপ্রদেশ। রাজ্যগুলিকে কেন্দ্র করের ভাগ দেয়। একে বলে ‘ডেভোলিউশন’। আয়কর-সহ অন্যান্য খাতে রাজ্যগুলি থেকে কেন্দ্র যা সংগ্রহ করে, তার একটি অংশ রাজ্যগুলিকে দেওয়া হয়। প্রতি মাসের ১০ তারিখের আশপাশে এই টাকা দেয় কেন্দ্র। এ বার রাজ্যগুলিকে এই ‘ডেভোলিউশন’ বাবদ অতিরিক্ত কিছু টাকাও দেওয়া হল। কর কাঠামোর টাকার কত অংশ রাজ্য পাবে, তা ঠিক করার অনেকগুলি মানদণ্ড রয়েছে। যার মধ্যে অন্যতম সংশ্লিষ্ট রাজ্যের জনসংখ্যা। সেই হিসাবেই সব থেকে বেশি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ। তাদের ২৫,০৬৯.৮৮ কোটি টাকা দেওয়া হয়েছে। তার পরে রয়েছে বিহার। তারা পেয়েছে ১৪,০৫৬.১২ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। তারা পেয়েছে ১০,৯৭০.৪৪ কোটি টাকা। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যগুলিতে উন্নয়নের জন্য এই টাকা দেওয়া হয়। মাঝে মাঝে এই অতিরিক্ত কিস্তি দেওয়া হয়। অন্তর্বর্তী বাজেটে এই ‘ডেভোলিউশন’ খাতে ১২ লক্ষ ১৯ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। জুন মাসে দেওয়া হল এক লক্ষ ৩৯ হাজার ৭৫০ কোটি টাকা।
Related Posts
মেডিক্যাল পরীক্ষার নাম করে আগ্রার হাসপাতালে মধ্যেই ১১ বছরের বালিকাকে ধর্ষণ! গ্রেপ্তার অভিযুক্ত জুনিয়র ডাক্তার
মেডিক্যাল পরীক্ষার নাম করে হাসপাতালের মধ্যেই ১১ বছরের এক বালিকাকে ধর্ষণের অভিযোগ এক জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে। আগ্রার সরোজিনী নাইডু মেডিক্যাল কলেজের শিশু বিভাগে এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিস। হাসপাতালের প্রিন্সিপাল ডাঃ প্রশান্ত কুমার বলেন, দিলশাদ হোসেন (২৮) নামে অভিযুক্ত রেসিডেন্ট জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। অভ্যন্তরীণ ও বিভাগীয় তদন্তের জন্য মোট তিনটি কমিটি […]
জম্মু-কাশ্মীরে আসন সমঝোতা চূড়ান্ত, কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স এক সাথেই লড়বে
এবার কাশ্মীর নির্বাচনে আসন নিয়ে কাটল জোটের জট। শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠকের পর ন্যাশানাল কনফারেন্স আর কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হয়ে গেল। সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার সময়সীমা শেষের মুখে ফারুখ এবং ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকে করেন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল এবং সলমন খুরশিদ। অবশেষে সেই বৈঠকে দু’পক্ষ এক মেরুতে এল। কটি করে আসনে […]
উত্তরপ্রদেশে লাইনচ্যুত মালগাড়ির ৭টি কামরা
উত্তরপ্রদেশের লাইনচ্যুত মালগাড়ি। দুর্ঘটনার জেরে উলটে গিয়েছে মালগাড়ির ৭টি কামরা। মালগাড়ি হওয়ার জেরে এই দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা না ঘটলেও বিস্তর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার জেরে ওই রুটে ট্রেন চলাচল বিপর্যস্ত বলে জানা যাচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যে নাগাদ আমরোহায় গাজিয়াবাদ ও মোরাদাবাদ স্টেশনের মাঝে বেলাইন হয়ে যায় মালগাড়িটি। ট্রেনের ৭টি কামরা […]