‘দলের সৈনিক হিসেবে এই লড়াই আমি চালিয়ে যাব’, মমতা নিয়ে খাড়গের হুমকি ফুৎকারে উড়িয়ে পাল্টা জবাব অধীরের

কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্যের পর সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অধীরের মন্তব্যের জন্য। অবশেষে তা এল। মল্লিকার্জুন খাড়গে বলছেন, অধীর রঞ্জন চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নয়। যা বলব, সেটাই মানতে হবে। না মানলে বেরিয়ে যেতে পারে। পাল্টা অধীর বললেন, এই লড়াই আমি কোনওভাবে থামাতে পারি না। পঞ্চম দফার ভোটের আগে শনিবারের বারবেলায় হাত শিবিরের নেতাদের একে অপরের বিরুদ্ধে তোপ পাল্টা তোপেই যেন নতুন করে পারদ চড়ল । 

error: Content is protected !!