আমুলের পর এবার দুধের দাম বাড়িয়েছে মাদার ডেইরিও। ৩ জুন থেকে প্রতি লিটার দুধের দাম ২ টাকা বাড়িয়েছে সংস্থাটি। এই বৃদ্ধির পর, এখন মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধের দাম বেড়েছে প্রতি লিটারে ৬৮ টাকা, টনড দুধের দাম ৫৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৬ টাকা। মাদার ডেয়ারি দুগ্ধ খামারিদের কাছ থেকে কোম্পানির কাঁচা দুধ সংগ্রহের ব্যয় বৃদ্ধির জন্য মূল্যবৃদ্ধির জন্য দায়ী করেছে। মাদার ডেইরি জানিয়েছে, গত কয়েক মাসে দুধ কেনার জন্য বেশি দাম দিলেও আমরা তা বাড়াইনি। উপরন্তু, তাপ সারা দেশে দুধ উৎপাদনকে আরও প্রভাবিত করতে পারে।
Related Posts
আরজি করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাহুল গান্ধীর
‘মেডিক্য়াল কলেজেই যদি চিকিত্সকদেরই নিরাপত্তা না থাকে, তাহলে বাবা-মায়ের মেয়েদের কীভাবে বাইরে পড়তে পাঠাবেন? আরজি কর কাণ্ডে এবার সরব রাহুল গান্ধী। তাঁর মতে, ‘হাথরাস থেকে উন্নাও এবং কাটুয়া থেকে কলকাতা নারীর নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। প্রত্যেকটি রাজনৈতিক দল ও সমাজ প্রতিটি স্তরে এই বিষয়ে গুরুত্ব সহকার আলোচনা হওয়া দরকার’। আরজি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। […]
এবার আসছে বন্দে ভারত মেট্রো
বন্দে ভারত মেট্রো দেশের অনেক বড় শহরের মধ্যে চলতে দেখা যাবে। প্রথমবারের মতো এই ট্রেনের আভাসও প্রকাশ পেয়েছে। চলতি বছরের জুলাইয়ে এই ট্রেনটি ট্রায়াল করা হবে। বন্দে ভারত মেট্রো কোচ তৈরি করা হয়েছে পঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে। রেলওয়ের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রেলওয়ে প্রাথমিকভাবে প্রায় ৫০টি ট্রেন তৈরি করবে। ধীরে ধীরে এর সংখ্যা […]
একটানা মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর
একটানা মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর। রবিবার সকালবেলায় মেঘ ভাঙা বৃষ্টি জম্মু ও কাশ্মীরের গন্দেরওয়াল জেলায়। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের পর এবার জম্মু কাশ্মীর। ফের মেঘ ভাঙা বৃষ্টিতে তছনছ উত্তর ভারত। গন্দেরওয়াল জেলার কাউচেরওয়ান কাঙ্গান এলাকায় মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক অবরুদ্ধ […]