ঘূর্ণিঝড়ের জেরে ওলটপালট জলপাইগুড়ি, কোচবিহার-সহ বিস্তীর্ণ এলাকা। পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের সুবিধে-অসুবিধের কথা শুনেছেন। বৃহস্পতিবার থেকে তাঁর রাজনৈতিক কর্মসূচি শুরু হচ্ছে। তাঁর আগে বুধবার চালসায় চা শ্রমিকদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। একেবারে ঘরের মেয়ের মতো পৌঁছে যান চা বাগানের ভিতরে। সেখানে গিয়ে শ্রমিকদের সুবিধা-অসুবিধার কথা শোনেন মমতা বন্দ্যোপাধ্যায়। চা বাগান যাওয়ার পথে স্কুলের পড়ুয়াদের দেখে গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। তাঁকে দেখে তখন আনন্দে আত্মহারা ছাত্রীরা। লাফালাফি শুরু করে দেয়। তাদের সঙ্গে কথা বলে ভালোভাবে লেখাপড়া করার পরামর্শ দেন অভিভাবক মুখ্যমন্ত্রী। এর পরে রওনা দেন চা বাগানের দিকে। সেখানে তখন চা-পাতা তোলা হচ্ছিল। একেবারে বাগানের মধ্যে গিয়ে চা শ্রমিকদের সঙ্গে তিনি কথা বলেন। চা পাতা তোলেন। বাগান থেকে বেরিয়ে চলে যান স্থানীয় মানুষের বাড়ি। মুদির দোকানে যান। হেঁটেই ঘুরতে থাকেন এলাকায়। তাঁকে হাতের কাছে পেয়ে বিহ্বল চালসার সাধারণ মানুষ। চা শ্রমিকদে আবাসনে গিয়ে নিজেদের অভাব-অভিযোগের কথা শোনেন মুখ্যমন্ত্রী। সেখানকার রাস্তা ও জলসমস্যার কথা শোনান স্থানীয়রা। এক কলেজ পড়ুয়া ভাষা নিয়ে সমস্যার কথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, নির্বাচনী আচরণ বিধি জারি থাকায় তিনি বিস্তারিত কিছু বলতে পারছেন না। তবে প্রশাসন পাশে আছে। মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে খুশি চা-বাগানের শ্রমিকরা।বরাবরই জেলায় গিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও তাঁকে দেখা গিয়েছে রাস্তার ধারে ছোট্ট দোকানে চা তৈরি করতে। আবার কখনও হাত লাগিয়েছেন রান্নায়। সাধারণ মানুষের বাড়িতে বসে সুখ-দুঃখের কথা শোনেন তিনি। এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ‘ঘরের মেয়ে‘। তাঁকে সেভাবেই দেখে বাংলার মানুষ। চালসাতেও তার ব্যতিক্রম হল না। মুখ্যমন্ত্রীর এভাবে তাদের পাশে এসে দাঁড়িয়ে কথা বলবেন অভিযোগ শুনবেন। পড়ুয়াদের আশীর্বাদ দেবেন ভাবতে পারেনি চালসা। সেই কারণেই তুমুল উচ্ছ্বসিত তাঁরা। মুখ্যমন্ত্রীর আশ্রাস পেয়ে আপ্লুত। উত্তরবঙ্গের চা-বাগানের ১০ লক্ষ শ্রমিক ভুগছিলেন অনিশ্চয়তায়৷ তৈরি হয়েছিল তাঁদের কর্মহীন হয়ে পড়ার আশঙ্কাও৷ সেই কারণেই আন্দোলনের পথে যাবেন ভেবেছিলেন উত্তরবঙ্গের চা-বাগানের কর্মীরা৷ তবে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আশ্বস্ত হলেন তাঁরা৷ আপাতত তাই আন্দোলনের পথ থেকেও আপাতত সরে আসছেন চা-শ্রমিকরা৷
Related Posts
এবার অমিত শাহের সঙ্গে বৈঠকে অনন্ত মহারাজ
দিন কয়েক আগেই খোদ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন অনন্ত মহারাজ। এদিকে বিজেপি ঘনিষ্ঠ রাজ্যসভার সাংসদের সেই মিটিংকে ঘিরে একেবারে হইচই পড়ে গিয়েছিল গেরুয়া শিবিরের অন্দরে। এমনকী বিজেপি নেতারা সোশ্যাল মিডিয়ায় লিখছিলেন চিনতে ভুল হয়েছিল। এবার সেই সাংসদই দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তবে মমতার বৈঠকের পরেই শাহের সঙ্গে অনন্ত মহারাজের সাক্ষাৎকারকে ঘিরে […]
মালদায় দুঃসাহসিক ডাকাতির পর পুলিশের সঙ্গে গুলির লড়াই শেষে গ্রেফতার ২
মালদায় গাজোলের সমবায় ব্যাঙ্কে ডাকাতি৷ সাত-আটজন দুষ্কৃতীর আগ্নেয়াস্ত্র, বোমা-গুলি নিয়ে ডাকাতির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়৷ ডাকাতদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ওই ব্যাঙ্কের ক্যাশিয়ার৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷ সেই ডাকাতদলকে পাকড়াও করতে গেলে ডাকাত দলের সদস্যদের সঙ্গে গুলির লড়াই হল পুলিশের৷ গ্রেফতার ২ জন৷ মালদা পুলিশ- ডাকাতদল গুলি বিনিময়। পুলিশের হাতে গ্রেফতার দুই ডাকাত। […]
একইদিনে রাজ্যে প্রধানমন্ত্রীর ৪ জনসভা, মুখ্যমন্ত্রীর ২
রবিবার একই জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। এই নিয়ে মোট তিনবার একই জেলায় একই দিনে সভা করছেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী। এদিন রাজ্যে পরপর চারটি সভা করবেন প্রধানমন্ত্রী। শেষ সভা হাওড়ায়। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর শেষ সভা হাওড়াতেই করবেন। উলুবেড়িয়া লোকসভায় মমতা এদিন তাঁর দ্বিতীয় নির্বাচনী সভা করতে চলেছেন। মূলত উলুবেড়িয়া […]