গণছুটিতে কর্মীরা, ৩০জন কেবিন ক্রুকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস

ভারতের বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ৩০ জন কেবিন ক্রুকে বরখাস্ত করেছে। এয়ারলাইনটির প্রায় ১০০জন কর্মচারী অসুস্থতার কথা বলে ফোন বন্ধ রাখার একদিন পরে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এর ফলে বড় আকারের ফ্লাইট বিপর্যয়ে পড়েছে এয়ার ইন্ডিয়া। চাকরি থেকে বরখাস্ত লোকের সংখ্যা আরো বাড়তে পারে।কর্তৃপক্ষের বরাতে সূত্র জানিয়েছে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মচারীদের আজ বিকেল ৪টার মধ্যে কাজে যোগদান না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দিয়েছে। টাটা গ্রুপের মালিকানায় থাকে ভারতের পতাকাবাহী বিমান পরিবহণ সংস্থাটি আজ (৯ মে) ৭৬ টি ফ্লাইট বাতিল করেছে। এয়ার ইন্ডিয়ার জন্য এটি একটি বড় আর্থিক ধাক্কা বলে মনে করা হচ্ছে যেহেতু এটির পরিবহণ খরচ তুলনামূলক কম।

error: Content is protected !!