আচমকা গণছুটিতে কর্মীরা, দেশজুড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রায় একশো বিমান বাতিল

গণছুটিতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানকর্মীরা৷ যার জেরে গোটা দেশ জুড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বিমান সংস্থার পরিষেবা৷ গতকাল রাত থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে৷ যার জেরে এ দিন সকাল থেকে এখনও পর্যন্ত গোটা দেশে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের অন্তত ৮৬টি বিমান বাতিল করতে হয়েছে৷ ফলে প্রবল হয়রানির মুখে পড়েছেন হাজার হাজার যাত্রী৷ জানা গিয়েছে, সংস্থার নতুন চাকরির নীতির বিরোধিতা করে প্রতিবাদে নেমেছেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীরা৷ সংস্থার প্রায় ৩০০ সিনিয়র কেবিন ক্রু শেষ মুহূর্তে অসুস্থাজনিত ছুটি নিয়ে নিয়েছেন৷ এমন কি, তাঁদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে৷ সংস্থার সূত্রে খবর, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উচ্চপদস্থ কর্তারা কর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন৷ সংস্থার মুখপাত্র জানিয়েছেন, ‘আমাদের কেবিন ক্র-দের একাংশ শেষ মুহূর্তে অসুস্থাজনিত ছুটি নিয়ে নিয়েছেন৷ গতকাল রাত থেকে তৈরি হওয়া এই পরিস্থিতির কারণে আমাদের অনেক বিমান বাতিল করতে হয়েছে এবং দেরিতেও চলছে৷ আমরা ওই কর্মীদের সঙ্গে আলোচনা করে তাঁদের সমস্যার কারণ বোঝার চেষ্টা করছি৷ পাশাপাশি, যাত্রীদের হয়রানি কমাতে যা যা ব্যবস্থা নেওয়া সম্ভব, আমরা নিচ্ছি৷ সংস্থার পক্ষ থেকে যাত্রীদের কাছে ক্ষমাও চেয়ে নেওয়া হয়েছে৷’

error: Content is protected !!