গণছুটিতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানকর্মীরা৷ যার জেরে গোটা দেশ জুড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বিমান সংস্থার পরিষেবা৷ গতকাল রাত থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে৷ যার জেরে এ দিন সকাল থেকে এখনও পর্যন্ত গোটা দেশে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের অন্তত ৮৬টি বিমান বাতিল করতে হয়েছে৷ ফলে প্রবল হয়রানির মুখে পড়েছেন হাজার হাজার যাত্রী৷ জানা গিয়েছে, সংস্থার নতুন চাকরির নীতির বিরোধিতা করে প্রতিবাদে নেমেছেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীরা৷ সংস্থার প্রায় ৩০০ সিনিয়র কেবিন ক্রু শেষ মুহূর্তে অসুস্থাজনিত ছুটি নিয়ে নিয়েছেন৷ এমন কি, তাঁদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে৷ সংস্থার সূত্রে খবর, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উচ্চপদস্থ কর্তারা কর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন৷ সংস্থার মুখপাত্র জানিয়েছেন, ‘আমাদের কেবিন ক্র-দের একাংশ শেষ মুহূর্তে অসুস্থাজনিত ছুটি নিয়ে নিয়েছেন৷ গতকাল রাত থেকে তৈরি হওয়া এই পরিস্থিতির কারণে আমাদের অনেক বিমান বাতিল করতে হয়েছে এবং দেরিতেও চলছে৷ আমরা ওই কর্মীদের সঙ্গে আলোচনা করে তাঁদের সমস্যার কারণ বোঝার চেষ্টা করছি৷ পাশাপাশি, যাত্রীদের হয়রানি কমাতে যা যা ব্যবস্থা নেওয়া সম্ভব, আমরা নিচ্ছি৷ সংস্থার পক্ষ থেকে যাত্রীদের কাছে ক্ষমাও চেয়ে নেওয়া হয়েছে৷’
Related Posts
মণিপুরে ফের ড্রোন হামলা
আবারও উত্তপ্ত মণিপুর। রবিবারের পর সোমবারেও ইমফলের কাদাংবন্দ ও কউতরুক জেলার বিভিন্ন প্রান্তে হয়ছিল। সেই সঙ্গে চলেছিল গুলিও। যদিও এই হামলার পর কুকি ও মৈতেহি দুই সম্প্রদায়ের কেউই দায় শিকার করেনি। বরং একে অপরের দিকে আঙুল তুলতে ব্যস্ত। বিগত দুই দিনের হামলায় এখন পর্যন্ত এক মহিলার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে […]
ইন্ডিয়া জোটের বৈঠকের পরদিনই অখিলেশের বাড়িতে অভিষেক, নয়া সমীকরণের ইঙ্গিত!
ইন্ডিয়া ও এনডিএ জোটের শরিকদের মধ্যে চলছে চরম তৎপরতা। বুধবার ইন্ডিয়ার বৈঠকের পরে রাতেই সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের বাড়ি যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪৫ মিনিট বৈঠক হয়েছে অভিষেক এবং অখিলেশের। আর তাতেই জল্পনা বাড়ছে। যদিও এই সাক্ষাৎ নেহাতই সৌজন্য সাক্ষাৎ বলে জানা যাচ্ছে তৃণমূলের দলীয় সূত্রে। সূত্রের খবর, বুধবার অখিলেশ, অভিষেকের বৈঠকের পরই শিবসেনার সঞ্জয় […]
লোকসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করল আরজেডি
লোকসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করল লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। শনিবার ইস্তাহার পাঠ করেন আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। ইস্তাহারকে তাঁরা ‘পরিবর্তনপত্র’ বলে উল্লেখ করেছেন। তাতে মোট ২৪টি পরিবর্তনের প্রতিশ্রুতিও দিয়েছেন। তালিকায় সরকারি চাকরি থেকে শুরু করে গ্যাসের দাম হ্রাস- রয়েছে একাধিক আশ্বাস। ইস্তাহার প্রকাশের সময়ে তেজস্বী জানান, তাঁরা ‘পরিবর্তনপত্র’ […]