মাঝ আকাশে বিপত্তি। উড়ন্ত বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। নজরে পড়তেই তড়িঘড়ি করে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। হতাহতের খবর নেই। শনিবার রাত ১১টার পর ১৮৫ জন যাত্রীকে নিয়ে বেঙ্গালুরু থেকে বিমানটি কোচির উদ্দেশে রওনা দেয়। মাঝ আকাশে পৌঁছতেই একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। যাত্রীদের সতর্ক করেই কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। যাত্রী এবং ক্রু মেম্বারদের নিরাপদে বের করে আনা হয়। তাঁদের উদ্ধার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, অগ্নিকাণ্ডে কেউই আহত হননি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Related Posts
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে শুভেচ্ছা বার্তা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির
বিশ্বকর্মা পুজোর দিন 75তম জন্মদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ মঙ্গলবার সকাল থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন তিনি ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এ দিন প্রধানমন্ত্রী মোদিকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ সোশাল মিডিয়ায়ও ট্রেন্ডিং নরেন্দ্র মোদির জন্মদিন ৷ ১৯৫০ সালে ১৭ সেপ্টেম্বর গুজরাতের একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন নরেন্দ্র দামোদরদাস […]
ত্রিপুরায় কার্যত ‘ভগবান রামের’ নামেই ভোট চাইলেন প্রধানমন্ত্রী মোদি
বুধবার ত্রিপুরায় এসে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কার্যত “ভগবান শ্রী রাম চন্দ্রের”-এর নামেই বিজেপি প্রার্থীদের জন্য ভোট চাইলেন ! ভাষণমঞ্চ থেকেও “রামলালার জন্য” ত্রিপুরা থেকে দুটি পদ্ম (দুটো আসন) পাঠানো হবে বলে ঘোষণা করা হয়। প্রথম দফা ভোটের প্রচার শেষ হওয়ার আগে অসমের নলবাড়িতে সভা করে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্যভিত্তিক “বিজয় শঙ্খনাদ মহাসমাবেশ”-এ সংক্ষিপ্ত ভাষণ […]
বাজেটে বৈষম্যের অভিযোগ তুলে সংসদের বাইরে বিক্ষোভ তৃণমূল সহ বিরোধী দলের সাংসদদের
বিরোধী-শাসিত রাজ্যকে বঞ্চনা করা হয়েছে এবারের বাজেটে ৷ এমনই অভিযোগ তুলে প্রতিবাদে সংসদের বাইরে সরব হয়েছে তৃণমূল সহ বিরোধী দলের সাংসদরা ৷ কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “কেন্দ্রীয় বাজেটে অনেক রাজ্যের প্রতি অন্যায় হয়েছে ৷ আমরা তাদের ন্যায়বিচারের জন্য লড়াই করছি ।” কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, “বেশিরভাগ রাজ্যের জন্য খুব […]