দিল্লিতে খারাপ আবহাওয়ার জেরে ব্যাহত বিমান পরিষেবা

আজ বিকেলে নাগাদ স্বস্তি ফিরল দিল্লিতে। গত কয়েকদিনের দাবদাহ থেকে মিলল সাময়িক রেহাই। তবে খারাপ আবহাওয়ার কারণে ব্যাহত বিমান পরিষেবা। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, শনিবার সন্ধেয় দিল্লিগামী ২২টি বিমান ঘুরপথে অন্য বিমানবন্দরে অবতরণ করেছে। ৯টি জয়পুরে, ৮টি লখনউয়ে, ২ চণ্ডীগড়ে, একটি করে বারাণসী, অমৃতসর, আহমেদাবাদে অবতরণ করেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবারের মতো রবিবারেও দিল্লিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনভর মেঘলা আকাশ, ঘণ্টায় ৪০ কিমি বেগে দমকা হাওয়া, বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

error: Content is protected !!