ক্রাইম থ্রিলার ‘শয়তান’-এ অজয় দেবগন এবং আর. মাধবনকে একফ্রেমে দেখেছিলেন দর্শক। এবার রোমান্টিক কমেডি ঘরানার ছবি ‘দে দে পেয়ার দে’-র সিক্যুয়েলে আবারও এই দুই তারকাকে দেখতে চলেছেন দর্শক। পরিচালনায় আনশুল শর্মা। ‘শয়তান’-এ মাধবনের দূর্দান্ত অভিনয় সাড়া ফেলেছিল অনুরাগীদের মধ্যে। ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এর পর রোম্যান্টিক কমেডি ঘরানার ছবিতে কাজ করতে দেখা যায়নি মাধবনকে। এবার অজয়ের পাশাপাশি কোন চরিত্রে থাকছেন তিনি সেই অপেক্ষায় অনুরাগীমহল। এই বছরের জুন মাস থেকে শুটিং হবে এই ছবির। নির্মাতাদের তরফে জানানো হয়েছে, সবকিছু ঠিক থাকলে ১মে, ২০২৫-এ বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘দে দে পেয়ার দে ২’।
আবারও একফ্রেমে আসছেন অজয় এবং মাধবন
