জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মেয়াদ বাড়ানো হল অজিত দোভালের পিকে মিশ্র প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে বহাল থাকবেন। বৃহস্পতিবার সরকারি বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আস্থাভাজন হিসেবেই পরিচিত অজিত দোভাল ও পিকে মিশ্র। বহু বছর ধরেই তাঁরা একই পদে বহাল আছেন। আমলাদের বিশ্বাস, দুজনকেই অত্যন্ত বিশ্বাস করেন প্রধানমন্ত্রী। তাই তাঁদের পদে কোনও রদবদল করা হল না। দফতরের দায়িত্ব পালন করার সময় এবার এঁরা দুজন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পাবেন। সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, যত দিন পর্যন্ত প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি থাকবেন বা পরবর্তী নির্দেশ না আসবে, তত দিন পর্যন্ত এই পদেই থাকবেন অজিত দোভাল এবং পি কে মিশ্র। পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে অমিত খারে এবং তরুণ কপুরেরও পুনর্নিয়োগ করা হয়। প্রধানমন্ত্রীর দফতরেই ২ বছরের জন্য তাঁদের পুুনর্নিয়োগ হয়েছে। ১০ জুন থেকে সবকটি নিয়োগের সিদ্ধান্ত বলবৎ হবে। খারে এবং কপুরে ভারত সরকারের সচিব পদের মর্যাদা পাবেন, জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য, দোভাল ইন্টেলিজেন্স ব্যুরোর একজন প্রাক্তন ডিরেক্টর, প্রধানমন্ত্রীর সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন। ২০১৪ সাল থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। অপরদিকে পিকে মিশ্র নৃপেন্দ্র মিশ্রের জায়গায় স্থলাভিষিক্ত হয়ে ২০১৯ সালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব নেন।
Related Posts
‘বন্ধু’ জিওর্জিয়া মেলোনির ডাকে সাড়া, শপথ নিয়েই ইতালি সফরে প্রধানমন্ত্রী মোদি
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই ইতালি সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। জি-৭ সম্মেলনে উপস্থিত থাকার জন্য মোদিকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি। পাশাপাশি জয়ের জন্য মোদিকে শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি। সেই আবেদনেই সাড়া দিতে চলেছেন মোদি। পাশাপাশি তিনি ইতালির স্বাধীনতা দিবসের ৭৯তম বার্ষিকী উপলক্ষ্যে সেদেশের মানুষকে শুভেচ্ছাও জানিয়েছেন। ভারত ও ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ক […]
মুম্বই থেকে হায়দরাবাদ চলছে গণপতি নিরঞ্জন, শহরজুড়ে কড়া নিরাপত্তা
আজ মঙ্গলবার অনন্ত চতুর্দশী অর্থাৎ চতুর্থী থেকে গণেশ পুজো শুরু হওয়ার আজ সমাপন ৷ ১০ দিনের গণেশ উৎসব উদযাপনের পর আজ গণেশ নিরঞ্জনে মেতেছেন দেশবাসী ৷ সারা ভারতে বিশেষত মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের একাধিক জায়গায় ধুমধাম করে পালিত হয় গণেশ উৎসব। আজ সকাল থেকেই চোখে জল ও পুষ্পবৃষ্টিতে বাপ্পার নিরঞ্জনে সামিল হয়েছেন ভক্তরা ৷প্রতিবছর গণেশ […]
মোদি-শাহর শেয়ার কেলেঙ্কারি, পূর্ণাঙ্গ তদন্তের দাবি তৃণমূলের
এক্সিট পোলের নামে মোদি-শাহ এবং বিজেপির শেয়ার কেলেঙ্কারির স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত দাবি করল তৃণমূল কংগ্রেস। তদন্তে যদি প্রমাণিত হয় যে এই কেলেঙ্কারিতে লাভবান হয়েছেন বড় অঙ্কের বিনিয়োগকারীরা, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন ছোট বিনিয়োগকারীরা, তাহলে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করবে তৃণমূল। বুধবার দিল্লিতে এক সংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন, দলের রাজ্যসভার দুই সাংসদ সাগরিকা […]