বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুরোহিতের পোশাক পরে রয়েছে পুলিশ। এবার তা নিয়ে বিতর্ক চরমে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সরাসরি এই ঘটনার তীব্র নিন্দা করলেন। তিনি বলেন, পুলিশ অফিসারদের এই পোশাক এই জায়গায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। পুলিশের নিয়ম অনুসারে একজন পুলিশ কি পুরোহিতের পোশাক পরতে পারেন, প্রশ্ন তুললেন অখিলেশ। যারা এই নির্দেশ দিয়েছে তাঁদের অবিলম্বে সাসপেন্ড করা উচিত। যদি পরবর্তীকালে কোনও দুষ্কৃতী এর সুযোগ নিয়ে তীর্থযাত্রীদের লুঠ করে তবে উত্তর প্রদেশ সরকার কি তার দায় নেবেন ? যে ছবি সমাজবাদী পার্টির পক্ষ থেকে পেশ করা হয় সেখানে দেখা যায় পুরুষ পুলিশ অফিসাররা ধুতি-কুর্তা পরে রয়েছেন এবং মহিলা পুলিশরা সালোয়ার-কুর্তা পরে রয়েছেন। যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সাফাই দিয়েছেন বারাণসী পুলিশ কমিশনার মোহিত আগরওয়াল। তিনি জানিয়েছেন, পুলিশের পোশাকে না থেকে সাধারণ পোশাকে থাকলে অনেক তীর্থযাত্রীদের সঙ্গে অনেক বেশি সহজভাবে কাজ করতে পারছে প্রশাসন। তাই এই ব্যবস্থা।
Related Posts
পেটে ব্যথা নিয়ে হাসপাতালে বৃদ্ধ, চিকিৎসকেরা অস্ত্রোপচারের পর মলদ্বার থেকে বেরল ১৬ ইঞ্চির লাউ!
পেট থেকে ছুরি, কাঁচি, সূচ বা পেরেক পাওয়ার মতো ঘটনা আগেও ঘটেছে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে এসব বের করেছেন রোগীর বিভিন্ন অঙ্গ থেকে। আর এসব খবর দেখে হতবাক হয়েছেন সকলে। এবার কোনও ছুরি-কাঁচি নয়। অস্ত্রোপচার করে বেরল ১৬ ইঞ্চির লাউ। আর এজন্য সংবাদ শিরোনামে জায়গা করে নিলেন ৬০ বছরের এক কৃষক। জানা গিয়েছে, গত শনিবার মধ্যপ্রদেশের […]
শনিবার সকালে কেদারনাথ ধামে ভেঙে পড়ল হেলিকপ্টার
পাহাড়ের কোলে ভেঙে পড়ল হেলিকপ্টার ৷ শনিবার সকালে সেনার এমআই-১৭ কপ্টারে করে বেসরকারি হেলিকপ্টার নিয়ে যাওয়া হচ্ছিল ৷ উত্তরাখণ্ডের কেদারনাথ ধামের পাহাড়ি এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় নদীতে পড়তে দেখা যায় ক্রিস্টাল হেলিকপ্টারটিকে ৷ এই ঘটনায় অবশ্য কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ জানা গিয়েছে, এই হেলিকপ্টারটি আগে থেকেই দুর্ঘটনাগ্রস্ত ছিল ৷ ক্রিস্টাল হেলিকপ্টারটির সব […]
প্রজ্বল রেভান্নর বিরুদ্ধে এবার জারি হল লুক আউট নোটিস
জনতা দল সেকুলার সাংসদ প্রজ্বল রেভান্নর বিরুদ্ধে এবার লুক আউট নোটিস জারি করা হল। তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। কর্ণাটকের মন্ত্রী জি পরমেশ্বর জানিয়েছেন, রেভান্নকে বিশেষ তদন্তকারী সংস্থার সামনে উপস্থিত হতে হবে। নাহলে তাঁকে গ্রেপ্তার করা হবে। তদন্তকারী সিটের কাছে সাতদিনের সময় চেয়েছিলেন রেভান্ন। কিন্তু এই সময় তাঁকে দিতে অস্বীকার করেছে সিট। তেত্রিশ বছরের […]