একফ্রেমে আলিয়া-ক্যাটরিনা-প্রিয়াঙ্কা!

আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ এবং প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে এক ছবিতে! পরিচালনায় ফারহান আখতারের আসন্ন এই ছবিটির নাম ‘জি লে জারা’। ছবির গল্পে নারীত্বকে উদযাপন করা হবে। বন্ধুত্ব কেন্দ্রীক ছবি ‘দিল চাহতা হ্যায়’ কিংবা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র মত এই ছবিতে মেয়েদের বন্ধুত্বের কথা তুলে ধরা হবে। ফারহান জানিয়েছেন, ছেলেদের বন্ধুত্ব উৎযাপনকে ঘিরে অনেক সিনেমা তৈরি হয়েছে। কিন্তু মেয়েদের বন্ধুত্বের বাঁধনও যথেষ্ট মজবুত। এই বন্ধুত্বের গল্পই উঠে আসবে ছবিতে। এর আগে নায়িকাদের সঙ্গে ছবি প্রসঙ্গে আলোচনা হলেও কাজ এগোয়নি। তিন নায়িকার মধ্যে মনোমালিন্যও হয়েছিল শোনা গিয়েছিল।বর্তমানে আবারও এই ছবি নিয়ে এগোনোর কথা ভাবছেন পরিচালক। বলিউডের তিন তাবড় অভিনেত্রী আলিয়া, ক্যাটরিনা, প্রিয়াঙ্কাকে একসঙ্গে অভিনয় করতে দেখার আগ্রহ অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়েছে।

error: Content is protected !!