আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ এবং প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে এক ছবিতে! পরিচালনায় ফারহান আখতারের আসন্ন এই ছবিটির নাম ‘জি লে জারা’। ছবির গল্পে নারীত্বকে উদযাপন করা হবে। বন্ধুত্ব কেন্দ্রীক ছবি ‘দিল চাহতা হ্যায়’ কিংবা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র মত এই ছবিতে মেয়েদের বন্ধুত্বের কথা তুলে ধরা হবে। ফারহান জানিয়েছেন, ছেলেদের বন্ধুত্ব উৎযাপনকে ঘিরে অনেক সিনেমা তৈরি হয়েছে। কিন্তু মেয়েদের বন্ধুত্বের বাঁধনও যথেষ্ট মজবুত। এই বন্ধুত্বের গল্পই উঠে আসবে ছবিতে। এর আগে নায়িকাদের সঙ্গে ছবি প্রসঙ্গে আলোচনা হলেও কাজ এগোয়নি। তিন নায়িকার মধ্যে মনোমালিন্যও হয়েছিল শোনা গিয়েছিল।বর্তমানে আবারও এই ছবি নিয়ে এগোনোর কথা ভাবছেন পরিচালক। বলিউডের তিন তাবড় অভিনেত্রী আলিয়া, ক্যাটরিনা, প্রিয়াঙ্কাকে একসঙ্গে অভিনয় করতে দেখার আগ্রহ অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়েছে।
Related Posts
কেরলে মালয়ালাম সিনেমার শুটিং-এ ব্যস্ত সানি লিওন
অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’-তে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সানি লিওন। এবার তিনি কেরলে একটি মালয়ালম ছবির শুটিং করছেন৷ শুটিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে কলাকুশলীদের মধ্যে অভিনেত্রীকে দেখা যাচ্ছে। অভিনেত্রীকে একটি গোলাপী রঙের শার্ট ও ডেনিম শর্টসে দেখা যাচ্ছে। View this post on Instagram A post shared by Awesome TV (@awesomeitv)
৩মাস কাজ নেই, ফেডারেশন-গিল্ডের বিরুদ্ধে ক্ষোভ! হতাশায় আত্মহত্যার চেষ্টা কেশসজ্জা শিল্পীর
প্রতিবাদের কারণে তিনমাস আগে সাসপেন্ড করা হয়েছিল ৷ কাজে যোগ দেওয়ার পরও তা কেড়ে নিত হেয়ার ড্রেসার গিল্ড এবং ফেডারেশন ৷ অবশেষে হতাশায় আত্মহত্যার পথ বেছে নেন কেশসজ্জা শিল্পী তনুশ্রী দাস ৷ শনিবার হোয়াটস্ অ্য়াপে সাধারণ সদস্যদের গ্রুপে পুরো বিষয়টি জানিয়ে একটি ভয়েস ম্যাসেজ করেন তনুশ্রী ৷ একটা চিঠিও লেখেন তিনি ৷ এরপর গায়ে কেরোসিন […]
এআই-জেনারেটেড ডিপফেক ভিডিওর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন রণবীর সিং
গুরুত্বর অভিযোগ নিয়ে আইনের দ্বারস্ত হলেন বলিউড অভিনেতা রণবীর সিং। AI দিয়ে বানানো তার নকল ভিডিওর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বাজিরাও। রণবীরের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। একটি বিবৃতি জারি করে মুখপাত্র বলেছেন, ‘হ্যাঁ, আমরা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছি এবং রণবীর সিংয়ের এআই-জেনারেটেড ডিপফেক ভিডিওর প্রচারকারী হ্যান্ডেলের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।’ […]