‘রামায়ণ’-এর ৩টি ফ্র্যাঞ্চাইজিরই সহ প্রযোজক থাকবে আন্তর্জাতিক মানের প্রযোজনা সংস্থা!

এবার নাকি হলিউডে নিজেকে প্রমাণ করতে চলেছেন রণবীর কাপুর। প্রযোজক সম্ভবত ওয়ার্নার ব্রাদার্স। এমনই গুঞ্জন বলিউডে। শোনা যাচ্ছে, নীতেশ কুমারের ‘রামায়ণ’ ট্রিলজির নাকি প্রযোজনা করতে চলেছে। ঘটনা সত্যি হলে রণবীর-সাই পল্লবী-যশ অভিনীত ছবি আন্তার্জাতিক স্তরে উঠবে। ইতিমধ্যেই মুম্বইয়ের ফিল্ম সিটিতে ছবির শুটিং শুরু হয়েছে। অনুরাগীরা সেট থেকে দশরথের চরিত্রে অরুণ গোভিল এবং কৈকেয়ী চরিত্রে লারা দত্তের ছবি দেখে ফেলেছেন। প্রথম ছবি সীতার অপহরণ পর্বে শেষ। যশ অভিনয়ের পাশাপাশি নমিত মালহোত্রার সঙ্গে এই ছবিটি প্রযোজনাও করছেন। তারপরেই নতুন গুঞ্জন ওয়ার্নার ব্রাদারদের নিয়ে। এও শোনা যাচ্ছে, ‘রামায়ণ’-এর তিনটি ফ্র্যাঞ্চাইজিরই নাকি সহ-প্রযোজক থাকবে এই আন্তর্জাতিক মানের প্রযোজনা সংস্থা। এও শোনা যাচ্ছে, ছবি যাতে নিখুঁত হয় তার জন্য অকাতরে খরচ করছেন প্রযোজক। ছবির স্বার্থেই যশকে প্রযোজক হিসেবে নেওয়া হচ্ছে। এবার যদি ওয়ার্নার ব্রাদার্স যুক্ত হয় তা হলে সত্যিই ছবির প্রত্যেকটি দৃশ্য আরও নিখুঁত হবে। কারণ, এতে অনেক ভিস্যুয়াল এফেক্ট থাকবে। পাশাপাশি, ছবিটি আন্তর্জাতিক মানেরও হবে।

error: Content is protected !!