এবার নাকি হলিউডে নিজেকে প্রমাণ করতে চলেছেন রণবীর কাপুর। প্রযোজক সম্ভবত ওয়ার্নার ব্রাদার্স। এমনই গুঞ্জন বলিউডে। শোনা যাচ্ছে, নীতেশ কুমারের ‘রামায়ণ’ ট্রিলজির নাকি প্রযোজনা করতে চলেছে। ঘটনা সত্যি হলে রণবীর-সাই পল্লবী-যশ অভিনীত ছবি আন্তার্জাতিক স্তরে উঠবে। ইতিমধ্যেই মুম্বইয়ের ফিল্ম সিটিতে ছবির শুটিং শুরু হয়েছে। অনুরাগীরা সেট থেকে দশরথের চরিত্রে অরুণ গোভিল এবং কৈকেয়ী চরিত্রে লারা দত্তের ছবি দেখে ফেলেছেন। প্রথম ছবি সীতার অপহরণ পর্বে শেষ। যশ অভিনয়ের পাশাপাশি নমিত মালহোত্রার সঙ্গে এই ছবিটি প্রযোজনাও করছেন। তারপরেই নতুন গুঞ্জন ওয়ার্নার ব্রাদারদের নিয়ে। এও শোনা যাচ্ছে, ‘রামায়ণ’-এর তিনটি ফ্র্যাঞ্চাইজিরই নাকি সহ-প্রযোজক থাকবে এই আন্তর্জাতিক মানের প্রযোজনা সংস্থা। এও শোনা যাচ্ছে, ছবি যাতে নিখুঁত হয় তার জন্য অকাতরে খরচ করছেন প্রযোজক। ছবির স্বার্থেই যশকে প্রযোজক হিসেবে নেওয়া হচ্ছে। এবার যদি ওয়ার্নার ব্রাদার্স যুক্ত হয় তা হলে সত্যিই ছবির প্রত্যেকটি দৃশ্য আরও নিখুঁত হবে। কারণ, এতে অনেক ভিস্যুয়াল এফেক্ট থাকবে। পাশাপাশি, ছবিটি আন্তর্জাতিক মানেরও হবে।
Related Posts
অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক বাইকআরোহী
রাতের শহরে বেপরোয়া হয়ে ওঠে তাঁর গাড়ি। সেই গাড়ির ধাক্কায় আশঙ্কাজনক বাইকআরোহী। পুলিশ সূত্রে খবর, বেসামাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। আর তার জেরেই এই দুর্ঘটনা। ইতিমধ্যেই সম্রাটের গাড়িটিকে আটক করা হয়েছে। ইতিমধ্যেই সম্রাট মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ। আজ তাঁকে আলিপুর আদালতে তোলা হবে। জানা যাচ্ছে, রাতে মত্ত অবস্থায় ছিলেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। বেহালা চৌরাস্তার […]
সারা শরীরে ব্যান্ডেজ, ‘কালকি 2898 এডি’-তে অমিতাভ বচ্চনের ‘অশ্বত্থামা’ লুক প্রকাশ্যে
সুপারস্টার অমিতাভ বচ্চনকে ২০২৪ সালের বহুল প্রতীক্ষিত ছবি ‘কালকি 2898 এডি’-তে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। ‘কালকি 2898 এডি’-এ ‘মহাভারত’-এর প্রধান চরিত্র গুরু দ্রোণাচার্যের অমর পুত্র অশ্বত্থামার ভূমিকায় অভিনয় করছেন বিগ বি। এই ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। অমিতাভ বচ্চনের ফার্স্ট লুক দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন ছবির নির্মাতারা। পরিচালক নাগ অশ্বিন ‘কল্কি […]