নির্বাচনী প্রতিশ্রুতি মেনে জগন্নাথ মন্দিরের চারটি দরজা খুলে দিল ওড়িশার নবনির্বাচিত বিজেপি সরকার। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মোহন মাঝির সরকার পুরনো এই মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল তৈরির কথাও ঘোষণা করেছে। বুধবার মুখ্যমন্ত্রী মোহন মাঝির মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোভিড আবহে ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজেডি সরকার মন্দিরের চারটি দরজা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। তীর্থযাত্রীদের কেবল একটি গেট দিয়ে প্রবেশের অনুমতি ছিল। এই নিয়ে সমস্যার মুখে পড়েছিলেন পুণ্যার্থীরা। কিন্তু ওড়িশার নবনির্বাচিত সরকার এ বার মন্দিরের চারটি দ্বারই খুলে দিল। বৃহস্পতিবার সকালেই ওড়িশার বিজেপি বিধায়কদের নিয়ে জগন্নাথ মন্দিরে আসেন মুখ্যমন্ত্রী মোহন। মন্দিরে মঙ্গলারতি করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন পুরীর সাংসদ সম্বিত পাত্র, বালেশ্বরের সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গিও।
Related Posts
একটানা মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর
একটানা মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর। রবিবার সকালবেলায় মেঘ ভাঙা বৃষ্টি জম্মু ও কাশ্মীরের গন্দেরওয়াল জেলায়। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের পর এবার জম্মু কাশ্মীর। ফের মেঘ ভাঙা বৃষ্টিতে তছনছ উত্তর ভারত। গন্দেরওয়াল জেলার কাউচেরওয়ান কাঙ্গান এলাকায় মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক অবরুদ্ধ […]
কিশোরীদের যৌন সংযম নিয়ে কলকাতা হাইকোর্টের বিতর্কিত মন্তব্য বাতিল, রায়ও খারিজ করল সুপ্রিমকোর্ট
নাবালিকাদের যৌন সংযম নিয়ে কলকাতা হাই কোর্টের বিতর্কিত পর্যবেক্ষণ খারিজ করল সুপ্রিম কোর্ট। স্বতঃপ্রণোদিত মামলার রায়ে অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে দেওয়া নিম্ন আদালতের রায়ও পুনর্বহাল করা হয়েছে। এর আগে নিম্ন আদালতের রায় খারিজ করেছিল কলকাতা হাই কোর্ট। গত বছর ১৮ অক্টোবর একটি মামলার শুনানিতে হাই কোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ […]
মুম্বইয়ের গণপতি মন্দিরের তরুণীকে গণধর্ষণ করে খুন
মুম্বইয়ের গণপতি মন্দিরের সাধু ধর্ষণ করলেন এক তরুণীকে। করলেন খুনও। সঙ্গে ছিলেন আরও দুজন। নির্যাতিতার বয়ান মোতাবেক গ্রেফতারও হল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, এই মন্দিরের প্রধান পুরোহিত পুজো সংক্রান্ত কাজেই উত্তর প্রদেশ গিয়েছেন এবং তিনি বছর পঁয়তাল্লিশের রামগঙ্গা মিশ্রের উপর পুজোআচ্চার ভার দিয়ে যান। প্রসঙ্গত, রামগঙ্গা মিশ্রও উত্তর প্রদেশেরই এক মন্দিরের পুরোহিত, তিনি কিছুদিনের জন্য মুম্বইয়ে […]