৯০০টি রেস্ট রুম, ৭ হাজার সিসিটিভি প্রয়োজন, নবান্নকে জানাল রাজ্যের ২৮ হাসপাতাল

 রাজ্যের ২৮টি মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউট মিলিয়ে প্রায় ৭ হাজার সিসিটিভির প্রয়োজন। প্রায় ৯০০টি রেস্ট রুম ও ২ হাজার সিকিউরিটির দরকার।  প্রতিটি হাসপাতাল থেকে রিপোর্ট চেয়েছিল স্বাস্থ্য দফতর। সূত্রের খবর মুখ্যমন্ত্রীর দফতরেও পাঠানো হয়েছে সেই রিপোর্ট। অনেক কলেজে আবার পর্যাপ্ত সিসিটিভিও নেই, সেই তথ্য উঠে এসেছে বিভিন্ন মেডিক্যাল কলেজের তরফে পাঠানো স্বাস্থ্য দফতরের রিপোর্টে। স্বাস্থ্য দফতরের রিপোর্টে একাধিক মেডিক্যাল কলেজে সিসিটিভি থাকলেও তারা বাড়ানোর কথা বলেছেন। সব থেকে বেশি সিসিটিভির আবেদন এসেছে বাঁকুড়া মেডিক্যাল কলেজ, এসএসকেএম হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ সহ কয়েকটি হাসপাতাল থেকে। গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চারতলায় চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। ওই দিনেরই একটি সিসিটিভি ফুটেজ সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  সেই ফুটেজে দেখা যাচ্ছে, ৯ আগস্টের ভোর রাতে আরজি কর হাসপাতালের চারতলার করিডর ধরে সেমিনার রুমের দিকে যাচ্ছে অভিযুক্ত সঞ্জয় রাই।  সূত্রের খবর, যে ফুটেজ সামনে এসেছে, সেটি ৯ আগস্ট ভোর ৪.০৩ মিনিটের। ফুটেজে দেখা যাচ্ছে, হেলমেট হাতে গলায় হেডফোন ঝুলিয়ে হাসপাতালের চারতলার ওই করিডর ধরে সেমিনার রুমের দিকে যাচ্ছে সঞ্জয়। পুলিশি তদন্তে দাবি করা হয়েছিল, ভোর চারটের পরই আরজি করের ওই তরুণী চিকিৎসককে নির্যাতন করে খুন করা হয়েছিল। সূত্রের খবর, যে সময় সঞ্জয়কে করিডর দিয়ে ঢুকতে দেখা যায়, তার মিনিট চল্লিশ পর তাকে সেমিনার রুমের দিক থেকে বেরিয়েও আসতে দেখা গিয়েছে। যদিও সঞ্জয়ের বেরিয়ে আসার সেই ফুটেজ এখনও প্রকাশ্যে আসেনি।

error: Content is protected !!