কেন্দ্রীয় এজেন্সিকে ‘অপব্যবহারের’ অভিযোগ শাসকদলের আজকের নয়। অতীতে এনিয়ে বারংবার ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একটু পিছিয়ে দেখলে ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির তলবের মুখে আগেও পড়েছে তৃণমূলের নেতা-কর্মীরা। গ্রেফতারও হয়েছেন। নানা মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের হেভিওয়েটদের। এই অবধি অভিযোগটা একরম ছিল। তবে আবহ বদলেছে সন্দেশখালি, ভূপতিনগরকাণ্ডের পর। দুটি স্থানেই কেন্দ্রীয়বাহিনীকে হামলার অভিযোগ উঠেছে। ভূপতিনগরকাণ্ডে আরও ৩ তৃণমূল নেতাকে আজ তলব করেছে এনআইএ । এদিকে বিজেপি-এনআইএ যোগসাজসের অভিযোগে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল । বলাইবাহুল্য, চব্বিশের ভোটের আগে সবমিলিয়ে ক্রমশ প্রতিকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। মুখ খুলেছেন অভিষেক। এবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এনআইএ-র অপব্যবহারের অভিযোগ তুলেছে শাসকদল। বিজেপি-এনআইএ যোগসাজসের অভিযোগে আজই নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন শান্তনু-দোলারা। দিল্লি যাওয়ার আগেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের প্রতিনিধি দল।লেনদেনের আশঙ্কা প্রকাশ করে কমিশনে নালিশ জানাবে তৃণমূল। ‘ভোটের আগে এজেন্সির অপব্যবহার করে তৃণমূলকে ভয় দেখাতে চাইছে বিজেপি’, দিল্লি যাওয়ার আগে অভিযোগ তৃণমূলের প্রতিনিধি দলের। এদিন দোলা সেন বলেন, ‘সরাসরি আমরা অভিযোগ করছি। আমাদের কাছে প্রমাণ আছে। বিজেপি নের্তৃত্বের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে, সরাসরি প্রতিনিধি সরাসরি এনআইএ-র গুরুত্বপূর্ণ পদে আছেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করে , আমরা জানিনা কী লেনদেন হয়েছে ? কিন্তু কিছু তো আছে, যে তাঁরা অ্য়াপয়েন্টমেন্ট করেছেন, কথা বলেছেন..। এটা হচ্ছে ভোটে যাতে শান্তভাবে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজ্যের বিজেপি বিরোধীরা অংশ নিতে না পারে। যাতে তাঁদের ভোটের কাজে অসুবিধার সৃষ্টির হয়। নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ জায়গা, তাই আবারও আমরা আজকে ১০ জনের প্রতিনিধি দল, তৃণমূলের পক্ষ থেকে দিল্লি যাচ্ছি।’
Related Posts
নবান্ন অভিযানে আন্দোলনকারীদের ইটের ঘায়ে দৃষ্টিশক্তি হারাতে পারেন কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী
নবান্ন অভিযানে আন্দোলনকারীদের ছোড়া ইট এসে লেগেছিল কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর চোখে। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। হাসপাতালে নিয়ে গিয়েও বিপদ আটকানো গেল না। চিরদিনের মতো বাঁ চোখের দৃষ্টি হারাতে পারেন তিনি। কলকাতা পুলিশের ওই ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী পূর্ব বিভাগের সাইবার সেলের ইনচার্জ হিসাবে কর্মরত । গতকাল, মঙ্গলবার ছাত্রসমাজের ডাকা […]
প্রশাসনের আশ্বাসে উঠল ধর্মঘট, আজ থেকে বাজারে স্বাভাবিক মুরগির মাংস
পুলিশি অত্যাচার, তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল মুরগি বিক্রেতা ও পরিবহণ কর্মীদের ধর্মঘট। জানানো হয়েছিল চলবে অনির্দিষ্ট কালের জন্য। তবে ট্রেডার্সদের দফায় দফায় বৈঠক শেষে জানানো হল প্রশাসন আশ্বাস দিয়েছে মেদিনীপুরের ঘটনা আর পুনরাবৃত্তি ঘটবে না। সেই আশ্বাস পাওয়ার পরেই ব্যবসায়ী ও পরিবহণ কর্মীরা সিদ্ধান্ত নেন জনস্বার্থে ধর্মঘটের পথ থেকে তাঁরা সরে আসছেন। […]
নির্ধারিত সময়ের ঘণ্টা দুয়েক আগেই শিয়ালদা শাখায় স্বাভাবিক পরিষেবা, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রেল
নির্ধারিত সময়ের ঘণ্টাদু’য়েক আগেই শিয়ালদা মেইন লাইনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের পরিকাঠামোগত পরিবর্তনের কাজ শেষ হয়েছে বলে জানাল পূর্বরেল । ফলে রবিবার বেলা ১২টা থেকে শিয়ালদা মেন সেকশনের 1 থেকে ৫ নম্বর প্রত্যেকটি প্ল্যাটফর্মে ইএমইউ ট্রেন পরিষেবা পুনরায় শুরু হয়েছে। সোমবার অর্থাৎ, সপ্তাহের প্রথমদিন থেকে পরিষেবা আরও মসৃণ হবে বলে জানিয়েছে পূর্ব রেল। শিয়ালদা […]