মিঠুন চক্রবর্তীর ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, উঠল চোর চোর স্লোগান

 শেষ দফার ভোটে বেলগাছিয়ার বুথে ভোট দিলেন মিঠুন চক্রবর্তী। আর সেখানেই চড়ল উত্তেজনার পারদ। অভিযোগ, বিজেপি নেতা মিঠুনকে ঘিরে চোর স্লোগান দিতে থাকে। বিক্ষোভও শুরু হয়। মিঠুন লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ তোলে তৃণমূল। যদিও মহাগুরু সেই অভিযোগ অস্বীকার করেন। কলকাতা উত্তর কেন্দ্রের বেলগাছিয়ার দত্তবাগান ২২ নম্বর এলাকার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

error: Content is protected !!