তামান্না ভাটিয়ার আসন্ন ছবি ‘ওডেলা ২’-এর জন্য শিরোনামে রয়েছেন। মার্চ মাস থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে। ‘ওডেলা ২’ ক্রাইম-থ্রিলার ফিল্ম ”ওডেলা রেলওয়ে স্টেশন’-এর দ্বিতীয় অংশ। এর প্রথম অংশটি ২০২২ সালে প্রকাশিত হয়েছিল। এখন এই ছবিটি সম্পর্কে একটি নতুন আপডেট এসেছে। ‘ওডেলা ২’-তে মুখ্য ভূমিকায় দেখা যাবে তামান্না ভাটিয়াকে। শুক্রবার, ছবিটির নির্মাতারা এর শুটিং সম্পর্কিত একটি ভিডিও শেয়ার করেছেন। এতে তামান্নাকে দেখা যাবে শিব শক্তির চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভিডিওতে তথ্য দিয়ে নির্মাতা জানান, ‘ওডেলা ২’-এর দ্বিতীয় শিডিউলের শুটিং শুরু হয়েছে। বারাণসীতে প্রথম শিডিউলের শুটিং হয়েছে। তামান্না ভাটিয়া ছাড়াও ‘ওডেলা ২’ -তে অভিনয় করেছেন হেবা প্যাটেল, বশিষ্ঠ এন। সিমহা, গগন বিহারী, পূজা রেড্ডি, সুরেন্দ্র রেড্ডি এবং ভূপাল। এই ছবিটি পরিচালনা করছেন অশোক তেজা। এদিকে ডি মধু ক্রিয়েশনস ও সম্পাথ নন্দী টিমওয়ার্কসের ব্যানারে ছবিটি প্রযোজনা করছে। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন বি আজনীশ লোকনাথ।
Related Posts
টলিউডে যৌন হেনস্তা এবং অশালীন আচরণের ঘটনা রুখতে রক্ষাকবচ হিসেবে ‘সুরক্ষা বন্ধু’ তৈরি করল ফেডারেশন
আরজিকর কাণ্ডে যখন উত্তাল রাজ্য থেকে দেশ। সম্প্রতি মালয়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্থার ঘটনা নিয়ে ‘হেমা কমিশন’একটি রিপোর্ট পেশ করেছে। এরপরেই গত রবিবার টলিউডে কাজের পরিবেশ ঠিক রাখার দাবি জানিয়ে ইম্পা, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন ও টেলি অ্যাকাডেমির চেয়ারম্যানকে উদ্দেশ্য করে চিঠি দিয়েছে উইমেনস ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কাস প্লাস। শুক্রবার ইন্ডাস্ট্রিতে হেনস্তার অভিযোগ নিয়ে তৎপর হল ফেডারেশন […]
আরজি কর কাণ্ডে ফের রাত দখল, শ্যামবাজারে ঋতুপর্ণাকে ঘিরে ‘গো ব্যাক স্লোগান’
শ্যামবাজারে রাত দখল কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত। এহেন আবহে শ্যামবাজারে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিক্ষোভের মুখোমুখি হলেন অভিনেত্রী ঋতুপর্ণা ঘোষ। এদিন তাঁকে ঘিরে দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগান। এবং কোনওক্রমে তিনি নিজের গাড়িতে উঠলেও গাড়ির উপরে সজোরে আঘাত করা হয়। বাধ্য হয়েই এলাকা ছাড়ে অভিনেত্রীর গাড়ি। শ্যামবাজারে তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান […]
বহুদিন পর বড় পর্দায় প্রীতি জিন্টা, শুরু হল ‘লাহোর ১৯৪৭’ এর শ্যুটিং
বহুদিন পর বড় পর্দায় আসতে চলেছেন প্রীতি জিনতা। আসন্ন ছবি ‘লাহোর ১৯৪৭’-এর শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। রাজকুমার সন্তোষী পরিচালিত এই ছবিতে সানি দেওলের সঙ্গে দেখা যাবে প্রীতিকে। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন দুজনেই। সানি ও প্রীতিকে এর আগে ‘দ্য হিরো’, ‘ফার্জ’ এবং ‘ভাইয়া জি […]