রাজ্যে নির্বাচনী প্রচারে এসে আসানসোল কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করলেন শাহ ৷ আগামী ১৩ মে নির্বাচন আসানসোল কেন্দ্রে ৷ তার আগে বিস্তর জলঘোলার পর এই আসনে প্রার্থী হলেন এসএস আলুওয়ালিয়া ৷ ২ মার্চ বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছিল ৷ সেখানে আসানসোল থেকে ভোজপুরী গায়ক পবন সিংকে প্রার্থী করে ভারতীয় জনতা পার্টি ৷ তবে তিনি পরদিনই সোশাল মিডিয়ায় জানান, লোকসভা নির্বাচনে লড়বেন না ৷ পরে অবশ্য তিনি ফের লোকসভা ভোটে লড়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন ৷ আসানসোলে প্রার্থী হিসেবে বঙ্গ বিজেপির আরও বেশ কিছু নাম উঠে এসেছিল ৷ তবে শেষমেশ দুর্গাপুর-বর্ধমান কেন্দ্রের বিদায়ী সাংসদ আলুওয়ালিয়ার উপরেই ভরসা রাখল বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ এদিকে এসএস আলুওয়ালিয়ার কেন্দ্র দুর্গাপুর-বর্ধমানে প্রার্থী হয়েছেন বিজেপির প্রাক্তন সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ ২০১৯ সালে এই আসানসোল কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন তৎকালীন বিজেপি নেতা বাবুল সুপ্রিয় ৷ পরে দলের মধ্যে মতানৈক্য তৈরি হয় ৷ একুশের বিধানসভা নির্বাচনের কয়েক মাস পরেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন গায়ক-নেতা বাবুল ৷ এমনকী ১৯ অক্টোবর লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বাসভবনে গিয়ে নিজের পদত্যাগপত্র দিয়ে আসেন ৷ সরকারিভাবে আসানসোলের সাংসদ পদ ছেড়ে দেন ৷ পরে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হন তিনি ৷এদিকে তিনি সাংসদ পদ ছেড়ে দেওয়ায় আসানসোল কেন্দ্রটি ফাঁকা হয়ে যায় ৷ ২০২২ সালের ১২ এপ্রিল সেখানে উপনির্বাচন হয় ৷ বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পলকে পরাজিত করে জয়ী হন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা ৷ এদিকে প্রবীণ রাজনীতিবিদ এসএস আলুওয়ালিয়া ২০১৯ সালের নির্বাচনে দুর্গাপুর-বর্ধমান থেকে জয়ী হয়েছিলেন ৷ আসানসোল কেন্দ্রের প্রার্থী ঘোষণা হলেও বাকি রইল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ৷ এখানে তৃণমূলের প্রার্থী দলেরই সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
Related Posts
সাতসকালে লিলুয়ায় লাইনচ্যুত লোকাল, ব্যাহত ট্রেন চলাচল
সাতসকালে লিলুয়ায় লাইনচ্যুত লোকাল ট্রেন, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। লিলুয়া স্টেশন ছেড়ে হাওড়ার দিকে যাওয়ার সময় ডাউন শেওড়াফুলি লোকাল হটাৎই লাইনচ্যুত হয়, উল্টোদিকে থেকে পাশের লাইনে তখন ট্রেন যাচ্ছিল, পরিস্থিতি বুঝতে পেরে ট্রেন থামিয়ে দেন চালক। ঘটনার জেরে ঘণ্টাখানেকেরও বেশি সময় বন্ধ ছিল ট্রেন চলাচল। পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, সকাল […]
ভূপতিনগর হামলা মহিলারা করেননি, হামলা করেছে এনআইএ, বিজেপিকে ভোটে জেতাতেই এনআইএ ঢোকাচ্ছে: মুখ্যমন্ত্রী
ভূপতিনগরে এনআইএ-র উপরে হামলা নিয়ে প্রতিক্রিয়া জানালেন মমতা বন্দ্যোয়াধ্যায়। বিজেপিকে আক্রমণ করে মমতা বললেন, ক্ষমতা থাকলে গণতন্ত্রের লড়াই করে জেতো। তৃণমূলের নেতা কর্মীদের গ্রেফতার করবে না। দিল্লিতে অরবিন্দ কেজরীওয়ালকে গ্রেফতার করবে না। বিরোধী দলের নেতাদের গ্রেফতার করবে না। তিনি অভিযোগ করলেন, বিজেপিকে ভোটে জেতাতেই এনআইএ-র এই তৎপরতা। মমতা বলেন, ‘‘গ্রামবাংলায় মাঝরাতে অপরিচিত কাউকে দেখলে গ্রামবাসীরা যা […]
‘এনআইএ-সিবিআই বিজেপির ভাই ভাই, ইডি ওদের ফান্ডিং বক্স’, কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বিজেপিকে তোপ মমতার
এদিন বালুরঘাট থেকে মমতার হুঁশিয়ারি, বালুরঘাটে জলের অসুবিধা হয়। আপনারা যাকে ভোট দিয়েছিলেন সুকান্ত বাবু তিনি একবারও বলেছেন কেন মানুষ জল পায় না? গঙ্গার ভাঙন নিয়ে একবারও মুখ খুলেছেন? তৃণমূল কংগ্রেস যত বেশি সিট পাবে তত দিল্লির ইন্ডিয়া জোট শক্তিশালী হবে। এনআরসি চালু করে সবাইকে বাংলা থেকে উচ্ছেদ করো। মানবো না। অসমে যা করেছে এখানে […]