দেশের ৫৭টি লোকসভা কেন্দ্রে চলছে অন্তিম দফার ভোটগ্রহণ। ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ আনলেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। শনিবার বিকেল ৪টে ৩৬ মিনিট নাগাদ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই অভিযোগ করেন কংগ্রেস নেতা। জয়রাম অভিযোগ করলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ধরে ধরে গোটা দেশের সব জেলা শাসকদের ফোন করা শুরু করেছেন। এখনও পর্যন্ত দেড়’শ জন জেলা শাসকের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। কংগ্রেস সাধারণ সম্পাদক বলেন, এর মানে পরিষ্কার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জেলা শাসকদের ভয় দেখাচ্ছেন, তাঁদের শাসানি দিচ্ছেন। একইসঙ্গে এই কংগ্রেস নেতা বলেন, জেলাশাসকরা যেন কোনও চাপের কাছে নতিস্বীকার না করেন। সংবিধানের শপথ নিয়েছেন তাঁরা। সেই মোতাবেক যেন কাজ করেন। কারণ, মনে রাখতে হবে, তাঁদের উপরও নজর থাকবে। শনিবার সন্ধে থেকে বুথ ফেরত সমীক্ষার সম্প্রচার শুরু হবে। তা নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিতর্কও হবে। এই বিতর্ক থেকে কংগ্রেস নিজেদের দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ দিন জয়রাম রমেশ বলেন, একটা কথা বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী বুঝে নিন। জনমত, মানুষের ইচ্ছারই জয় হবে। ৪ জুন মিস্টার মোদী, শাহ আর বিজেপির এক্সিট হবে। ইন্ডিয়ার জনবন্ধনই জিতবে।
Related Posts
উত্তরপ্রদেশের লখনউতে গানের ভিডিও শুটের জন্য ডেকে চলন্ত গাড়িতে মডেলকে লাগাতার গণধর্ষণ, গ্রেফতার ৩
চলন্ত গাড়িতে মডেলকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে লখনউতে। গাড়ির পর ফের হোটেলে নিয়ে গিয়ে অচেতন অবস্থায় তরুণীকে ফের ধর্ষণ করা হয় বলে অভিযোগ। জ্ঞান ফিরলে তাঁকে নানাভাবে হুমকি পর্যন্ত দেওয়া হয়। জানা গিয়েছে, নির্যাতিতা কানপুরের বাসিন্দা। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম থেকে ভিপিন সিং নামে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। […]
পঞ্জাবে প্রৌঢ়াকে নগ্ন করে প্যারেড, চরম শারীরিক নির্যাতন, গ্রেফতার ৩
পঞ্জাবে ৫৫ বছরের প্রৌঢ়াকে চরম শারীরিক নির্যাতন, অকথ্য ভাষায় গালিগালাজ। বেধড়ক মারধরের পর নগ্ন করে গ্রামের রাস্তায় প্যারেড করানো হল। ভয়াবহ ঘটনাটি প্রকাশ্যে আসতেই গ্রেফতার ৩ জন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে পঞ্জাবের তারণ তারণ এলাকায়। গত মাসে ওই প্রৌঢ়ার ছেলে পাশের গ্রামের তাঁর প্রেমিকাকে পরিবারের অমতে বিয়ে করেছিলেন। এই ঘটনা ঘিরে তরুণীর পরিবার […]
‘জনতা এখন INDIA জোটের পক্ষে’, উপনির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া রাহুলের
৭টি রাজ্যের ১৩টি আসনের মধ্যে ১০টিতে জিতেছে ইন্ডিয়া জোট। এই বড়সড় জয়ের পর প্রথম প্রতিক্রিয়া দিলেন রাহুল গান্ধী। শনিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লোকসভার বিরোধী দলনেতা বলেন, ‘সাত রাজ্যের বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রমাণ করছে, ভয় এবং বিভ্রান্তির যে পরিবেশ BJP তৈরি করেছিল, মানুষ তা চূর্ণ করে দিয়েছে।’ রাহুল গান্ধী আরও বলেন, ‘কৃষক, শ্রমিক, যুবক থেকে […]