শুধু ৩০টি আসন পাওয়ার অপেক্ষা। মোদিজির পাঠানো টাকা যারা খেয়েছে তৃণমূলের সেইসব গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেওয়ার কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয় যাদের বাড়ি থেকে টাকা বেরিয়েছে তাদের জেলে ঢোকানো হবে বলেও তিনি জানিয়ে দিলেন। শুধু তাই নয় ৩০ আসন পেলে বাংলাকে ১ নম্বর বানানোর কথাও ঘোষণা করে দিলেন অমিত শাহ। মেমারিতে আজ বিজেপির সমাবেশে বলেন, অনুপ্রবেশ কি রুখবেন মমতা দিদি? রুখবেন না। কারণ ওটা মমতাদিদির ভোটব্যাঙ্ক। শরণার্থীদের নাগরিকত্ব চাই নাকি চাই না। মমতা সিএএর বিরোধিতা করছেন। প্রতিটি শরনার্থীকে নাগরিকত্ব দেবে মোদি। এই ভোট সিদ্ধান্ত নেওয়ার ভোট। আপনারা ঠিক করুন পরিবারবাদ চান নাকি রামরাজ্য চান। আপনারা ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান? মোদীকে প্রধানমন্ত্রী বানাতে চান তো অসীম সরকারেক ভোট দিন। অযোধ্য়ায় রামমন্দির তৈরি হওয়া উচিত ছিল কি না ছিল না? গত ৭০ বছর ধরে কংগ্রেস রাম মন্দির তৈরির বিষয়টি ঠেকিয়ে রাখছিল। রাম মন্দির তৈরির সময়ে মমতা দিদিকে আমন্ত্রণ করা হয়েছিল। ভাইপোকেও নিমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু উনি যাননি কারণ কি জানেন? দিদি অনুপ্রবেশকারীদের ভয় করেন। রামমন্দির দর্শনে গেলে অনুপ্রবেশকারীরা অসন্তুষ্ট হবে। কিন্তু মোদীজি প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছেন। কাশ্মীর আমাদের। ৩৭০ ধারা বাতিল করার প্রয়োজন ছিল কিনা? দিদি বলছেন ৩৭০ ধারা বাতিল করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের সব নেতাই বারেবারে অভিযোগ করেন কেন্দ্র রাজ্যের পাওনা টাকা দিচ্ছে না। রাস্তা, একশো দিনের টাকা বাকী রেখে দিয়েছে কেন্দ্র। অমিত শাহ আরও বলেন, সন্দেশখালির মতো ঘটনা কোথাও হয়নি। ওখানকার অপরাধীদের জেলে ঢোকানো উচিত কিনা? মমতা দিদি বলছেন না। যারা সন্দেশখালিতে অত্যাচার করেছে সবাইকে জেলে ঢোকানো উচিত। অনুপ্রবেশ আটকানো উচিত কিনা? দিদি না বলছেন। শরনার্থী দের নাগরিকত্ব দেওয়ার কাজ হবে। রাস্তা, রেল, পাঁচ কেজি চাল, বাড়ি দেওয়ার প্রকল্প মোদিজির। ৩০ টি আসন দাও এক নম্বর হবে বাংলা। মা, মাটি মানুষের কথা বলেছে আর মোল্লা, মাদ্রাসা মাফিয়া হয়েছে।
Related Posts
মালদায় ব্যাঙ্ক ডাকাতি ঘটনায় পুলিশের জালে ৪
গাজোলের সমবায় ব্যাঙ্কে ডাকাতির ঘটনায় ধৃত চার দুষ্কৃতী। বৃহস্পতিবার এই তথ্য দিয়েছেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। বুধবার ডাকাতির পর ঘটনাস্থল ছাড়ার সময় দুষ্কৃতীরা ঘটনাস্থলে একটি ব্যাগ ফেলে যায়। সেই ব্যাগে তিনটি সকেট বোমা রয়েছে বলে অনুমান করেছিল পুলিশের। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ মালদা থানার পুলিশ ও সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং দমকল বাহিনী […]
হুগলিতে বিজেপি প্রার্থী লকেটকে হারিয়ে নয়া অধ্যায় ‘রচনা’-র
প্রচারের প্রথম দিন ‘শিল্পের ধোঁয়া’ দেখেছিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে আলোচনা হয়েছিল বিস্তর। সমাজমাধ্যম জুড়ে ‘মিম’-এর বন্যা বয়ে গিয়েছিল। যদিও সেই সবে পাত্তা দেননি রচনা। তিনি দই খেয়ে সিঙ্গুরের গরুর প্রশংসা করেছেন। ফলপ্রকাশের আগের দিনে ‘রিলাক্সড মুড’-এ রচনা জানিয়ে দেন তিনি ভাগ্যে বিশ্বাসী। আর ফল যা-ই হোক, তিনি মেনে নেবেন। মঙ্গলবার ফলঘোষণার […]
‘বিজেপি ছাড়া কেউ সরকার গড়তে পারবে না’, হুগলির সভায় থেকে বললেন মোদি
কংগ্রেস এবং তৃণমূল এ বারের নির্বাচনে কত আসন পাবে, তা নিয়ে হুগলির সভায় ভবিষ্যদ্বাণী করলেন মোদি। তিনি জানান, বিজেপি ছাড়া কেউ দেশে সরকার গড়তে পারবে না। রাহুল গান্ধীকে কটাক্ষ করে মোদি বলেন, ‘‘কংগ্রেসের যে শাহজাদা আছেন, তাঁর বয়সের চেয়ে কম আসন পাবে কংগ্রেস। আর তৃণমূলের তো প্রধান বিরোধী দল হওয়ারও ক্ষমতা নেই।’’ মোদি এও বলেন, ‘‘রামমন্দির তৈরি […]