কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ লাগু হওয়ার পর প্রথমবার বাংলায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এসেই তিনি সিএএ ইস্যুতে সরাসরি তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ৷ কেন মমতা সিএএ-র বিরুদ্ধে সরব, সেই ব্যাখ্য়াও দিলেন তিনি ৷ বললেন, ‘‘অনুপ্রবেশকারীরাই মমতার ভোটব্যাংক ৷’’বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নির্বাচনী জনসভা করেন অমিত শাহ ৷ বালুরঘাটের সাংসদ তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ওই কেন্দ্রের প্রার্থী ৷ তাঁর সমর্থনে সভা দিয়েই বাংলায় এ দিন নির্বাচনী প্রচার শুরু করলেন অমিত শাহ ৷ সেখানে সিএএ নিয়ে সরাসরি সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ৷ তবে সিএএ প্রসঙ্গে নিজের বক্তব্য জানানোর আগেই অনুপ্রবেশের বিষয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷তিনি বলেন, ‘‘অনুপ্রবেশকারীরাই মমতার ভোটব্যাংক ৷ তাই মমতা অনুপ্রবেশ বন্ধ করবেন না ৷ অনুপ্রবেশ একমাত্র মোদিজি বন্ধ করতে পারেন ৷’’ কেন বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুপ্রবেশ বন্ধ করতে পারেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন অমিত শাহ ৷ উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেছেন অসমের কথা ৷ তাঁর দাবি, ওই রাজ্যে বিজেপির সরকার তৈরি হওয়ার পর থেকে অনুপ্রবেশ একেবারেই বন্ধ হয়ে গিয়েছে ৷শাহের বক্তব্য, তাই বাংলাতেও অনুপ্রবেশ বন্ধ করার জন্য বিজেপির সরকার প্রয়োজন ৷ পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে 30-এর বেশি আসনে জয়ী করতে হবে ৷ তিনি বলেন, ‘‘তিরিশের বেশি আসন দিন ৷ বাংলায় বিজেপির সরকার করে দিন ৷ একটা পাখিও প্রবেশ করতে পারবে না ৷’’এর পর রামমন্দির, সংবিধানের ধারা 370 এর অবলুপ্তি-সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে সরব হওয়ার পর সিএএ প্রসঙ্গ তোলেন অমিত শাহ ৷ তাঁর দাবি, সিএএ নিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সিএএ অনুযায়ী আবেদন করলে নাগরিকত্ব চলে যাবে বলে মমতা যে দাবি করছেন, তাও খারিজ করে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ বলেন, ‘‘নির্ভয়ে আবেদন করুন ৷ কারও বিরুদ্ধে কোনও মামলা হবে না ৷’’এর পর সিএএ নিয়ে আরও একবার তৃণমূল নেত্রীর উদ্দেশ্যে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ৷ তাঁর হুঁশিয়ারি, বাংলায় কোনোভাবেই সিএএ বলবৎ হওয়া আটকাতে পারবেন না মমতা ৷ তিনি প্রশ্ন তোলেন, প্রতিবেশী দেশের ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া নিয়ে মমতার এত সসম্যা কেন ? পাশাপাশি অভিযোগ করেন যে বাংলায় তৃণমূল রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে ৷
Related Posts
খারাপ আবহাওয়া জন্য আকাশ ছেড়ে সড়কপথে পুরুলিয়া রওনা দিলেন মুখ্যমন্ত্রী
সকাল থেকেই মেঘলা আকাশ ৷ খারাপ আবহাওয়ার জন্য আকাশপথ ছেড়ে সড়কপথে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ রবিবার পুরুলিয়ায় বেলা ১টা থেকে সভা করার কথা ছিল তাঁর ৷ কপ্টার ছেড়ে সড়কপথে যাওয়ায় স্বাভাবিকভাবেই দেরি হবে ৷ তাই বেলা ১টার বদলে সভা শুরু হতে বিলম্ব হবে বলেই মনে করা হচ্ছে ৷সকাল থেকে […]
‘আমার ভিডিও ভাইরাল করে অপমান করলেন কেন’? থানায় গেলেন চোপড়ার নির্যাতিতা
সম্প্রতি ভাইরাল হয়েছিল একটি ভিডিও। সেখানে দেখা যায় এক তরুণী ও এক যুবককে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারছে এক যুবক। সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। এদিকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল সেই ভিডিয়ো। গ্রেফতার হয় চোপড়ার তৃণমূল নেতা তাজিমুল ইসলাম ওরফে জেসিবি। চোপড়ার ঘটনাকে ঘিরে তৃণমূলকে একহাত নিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। এদিকে গোটা দেশ যখন শিউরে উঠছে এই ভিডিয়ো […]
নামী মুখ নয়, স্থানীয় নেতৃত্বে ভরসা, অবশেষে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি
দেরিতে হলেও অবশেষে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি। বিজেপির প্রার্থী ঘোষণার আগে নানারকম আলোচনা চলছিল৷ উঠে এসেছিল এক আইনজীবী ও এক মহিলা আইনজীবীর প্রসঙ্গও৷ কিন্তু শেষ পর্যন্ত তাঁদের কাউকেই প্রার্থী করল না গেরুয়া শিবির৷ বরং প্রার্থী করা হল একেবারে স্থানীয় এক নেতাকেই৷ নামী মুখ নয়, অভিষেকের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে স্থানীয় নেতা অভিজিৎ […]