সুপারস্টার অমিতাভ বচ্চনকে ২০২৪ সালের বহুল প্রতীক্ষিত ছবি ‘কালকি 2898 এডি’-তে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। ‘কালকি 2898 এডি’-এ ‘মহাভারত’-এর প্রধান চরিত্র গুরু দ্রোণাচার্যের অমর পুত্র অশ্বত্থামার ভূমিকায় অভিনয় করছেন বিগ বি। এই ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। অমিতাভ বচ্চনের ফার্স্ট লুক দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন ছবির নির্মাতারা। পরিচালক নাগ অশ্বিন ‘কল্কি 2898 AD’ ছবিতে অমিতাভ বচ্চনের চরিত্র তরুণ অশ্বত্থামার চেহারার জন্য ডি-এজিং প্রযুক্তি ব্যবহার করেছেন। এই ছবির আগে, এই প্রযুক্তি শুধুমাত্র হলিউড ছবিতে ব্যবহার করা হয়েছিল। ছবির ফ্ল্যাশব্যাক দৃশ্যে তাকে আরও কম বয়সী দেখাতে ডি-এজিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ছবির আগে কোনও ভারতীয় ছবিতে এই কৌশল ব্যবহার করা হয়নি। এই প্রযুক্তি ব্যবহার করে ইতিমধ্যেই অনেক হলিউড ছবি তৈরি হয়েছে। যার মধ্যে রয়েছে ‘গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি’ এবং উইল স্মিথের সাম্প্রতিক ছবি ‘জেমিনি ম্যান’। আসলে, আগে মেক-আপের মাধ্যমে চরিত্রগুলিকে তরুণ দেখানোর জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এখন ডি-এজিং প্রযুক্তির মাধ্যমে ফ্ল্যাশব্যাক দৃশ্যগুলি আরও কার্যকরভাবে দেখানো হচ্ছে।
Related Posts
প্রয়াত চিত্র সাংবাদিক প্রদীপ বন্দেকর, শোকাহত বলিউড
প্রয়াত বলিউডের প্রবীণ চিত্র সাংবাদিক প্রদীপ বন্দেকর। রবিবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রদীপ। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৭০ বছর। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র থেকে শুরু করে আমির খান, শাহরুখ খান, অজয় দেবগণ, দীপিকা, রণবীর বলিউডের বহু তাবড় শিল্পীদের পছন্দের পাত্র ছিলেন প্রদীপ। চিত্র সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড তারকারাও। জানা যাচ্ছে, শনিবার রাতে পরিবারের […]
এবার তেলেগু ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমারের হাতেখড়ি
এবার তেলেগু ছবিতে নিজের হাতেখড়ি করতে চলেছেন অক্ষয় কুমার। পরিচালক মুকেশ কুমার সিংয়ের আসন্ন ছবি ‘কান্নাপ্পা’য় অভিনয় করবেন বলিউড তারকা। ইতিমধ্যেই ছবির নির্মাতাদের সঙ্গে কথাবার্তা সেরে ফেলেছেন তিনি। কান্নাপ্পা নির্মাতাদের তরফে একটি ভিডিয়ো সেয়ার করে জানানো হয়েছে, ‘অক্ষয় কুমারকে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বাগত জানাতে পেরে কান্নাপ্পার যাত্রা আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে। কান্নাপ্পার সঙ্গে তেলুগু সিনেমায় […]
‘অভিযোগ ভিত্তিহীন’, অডিও কাণ্ডে তৃণমূলের তারকা সাংসদ দেবকে ক্লিনচিট দিল কলকাতা হাইকোর্ট
নিয়োগ দুর্নীতি কাণ্ডে দেবের নামও জড়ানো হয়েছিল। একটি ভাইরাল অডিও-র ভিত্তিতে ঘাটালের হ্যাটট্রিক করা সাংসদের নামে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। চাওয়া হয়েছিল সিবিআই তদন্ত। সেই অডিয়োর উপর ভিত্তি করে দাবি করা হয় দেবও নাকি এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ হেন অভিযোগ পাওয়ার পর হাইকোর্টের তরফে সিবিআইয়ের মতামত জানতে চাওয়া হয়। এরপর সেই তদন্তকারী […]