লোকসভা নির্বাচনের আগেই দামি হয়ে গেল আমুল দুধ। গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (জিসিএমএমএফ) জানিয়েছে যে দুধের অপারেশন এবং উৎপাদনের সামগ্রিক খরচ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সোমবার থেকে সব ধরনের আমুল দুধের দাম প্রতি লিটারে ২ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে সারা দেশে আমুল দুধের পাউচের দাম লিটার প্রতি ২ টাকা বাড়বে।GCMMF আমুল ব্র্যান্ডের অধীনে দুধ এবং দুগ্ধজাত পণ্য বাজারজাত করে। জিসিএমএমএফের ব্যবস্থাপনা পরিচালক জয়ন মেহতা বলেন, আমুল ব্র্যান্ডের অধীনে সব ধরনের দুধের দাম লিটার প্রতি ২ টাকা করে বাড়ানো হয়েছে। শেষবার GCNMF দুধের দাম বাড়িয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে।
Related Posts
সাধারণ মানুষ সাংসদদের কাছে কাজ আশা করেন, স্লোগান নয়, প্রথম অধিবেশনের আগে বার্তা মোদির
প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাবের তত্বাবধানে সোমবার বেলা ১১টা থেকে শুরু হবে জয়ী সাংসদদের শপথ গ্রহণ। সোমবারই শুরু হয়েছে মোদি সরকারের তৃতীয় দফা জয়ের পর প্রথম লোকসভা অধিবেশন। অর্থাৎ অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। এদিকে গত কয়েকদিনে দেশের রাজনীতি উত্তাল নিট-নেট পরীক্ষায় অনিয়ম, দুর্নীতি ইস্যুতে। এছাড়া গত কয়েকদিনে ট্রেন দুর্ঘটনাসহ একাধিক বিষয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। রাজনৈতিক মহলে […]
উত্তরপ্রদেশে বাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ, মৃত শিশু সহ ৪, আহত ৬
বাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ ৷ বিকট আওয়াজে ধসে পড়ল বাড়ি ৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু এক শিশু-সহ ৪ জনের ৷ আহত আরও ৬ জন ৷ সোমবার রাতে বাজির গুদামে বিস্ফোরণের ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের ফিরোজাবাদের নউশেরায় ৷ জানা গিয়েছে, এদিন রাত ১০টা নাগাদ ওই বাজির গুদামে কোনও কারণে আগুন লেগে যায় ৷ কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ […]
উত্তরপ্রদেশের মিরাটে দলিত নাবালিকা ছাত্রীর সঙ্গে কুকীর্তি করতে গিয়ে ধরা পড়লেন প্রধান শিক্ষক
দলিত নাবালিকা ছাত্রীর সঙ্গে অশ্লীল কাজ করতে গিয়ে ধরা পড়লেন সরকারি স্কুলের প্রধান শিক্ষক। উত্তরপ্রদেশের মিরাটে ওই সরকারি স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, নাবালিকার নখ কেটে দেওয়ার নাম করে নিজের কক্ষে নিয়ে যান অভিযুক্ত প্রধান শিক্ষক জামাল কামিল। সেখানে ছাত্রীর জামা তুলে তাকে অশ্লীল ভাবে স্পর্শ করছিলেন তিনি। প্রধান শিক্ষকের কুকীর্তি হাতেনাতে […]