আরও বিপাকে পড়লেন শিল্পপতি অনিল আম্বানি। প্রতারণার অভিযোগে এবার পাঁচ বছরের জন্য তাঁকে নিষিদ্ধ ঘোষণা করল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া বা সেবি। পাশাপাশি রিলায়েন্স হোম ফাইনান্সের প্রাক্তন কর্তাকে ২৫ কোটি টাকা জরিমানাও করা হয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে আজ, শুক্রবার অনিল ধীরুভাই আম্বানি গ্রুপের (এডিএজি) শেয়ারগুলিতে বড়সড় ধস নামল। এদিন এই গ্রুপের কোম্পানিগুলির শেয়ারের দাম প্রায় ১৪ শতাংশ পর্যন্ত হ্রাস পায়। সেবির তরফে জানানো হয়েছে, রিলায়েন্স হোম ফাইনান্সের কয়েকজন শীর্ষ কর্তা, অনিল আম্বানি-সহ অন্য ২৪টি সংস্থার বিরুদ্ধে সরকারি নিয়ম না মেনে প্রতারণার অভিযোগ রয়েছে। সেজন্যই তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে আগামী পাঁচ বছর সিকিউরিটিজ মার্কেটের সঙ্গে অনিল কোনওভাবেই যুক্ত থাকতে পারবেন। একই সঙ্গে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার তালিকাভুক্ত কোনও পাবলিক কোম্পানির পদেও থাকতে পারবেন না তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে অনিল-সহ তিনজনের বিরুদ্ধে বেআইনিভাবে রিলায়েন্স হোম ফাইনান্স সংস্থার তহবিল থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। এরপরই তাঁদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। প্রসঙ্গত, একসময় বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি থাকা অনিল আম্বানি বর্তমানে সম্পূর্ণভাবে দেউলিয়া। তথ্য অনুযায়ী, রিলায়েন্স কমিউনিকেশন, রিলায়েন্স টেলিকম ও রিলায়েন্স ইনফ্রাটেলের ঋণ যথাক্রমে ৪৯ হাজার কোটি, ২৪ হাজার কোটি ও ১২ হাজার কোটি টাকা। এই বিপুল ঋণের ভারে জর্জরিত থাকায় অনিল আগেই জানিয়ে দেন যে এইমুহূর্তে তাঁর তেমন উল্লেখযোগ্য কোনও সম্পত্তি নেই। এমনকি, জীবনধারণের জন্যও তিনি স্ত্রী এবং সন্তানের উপরেই নির্ভরশীল।
Related Posts
তালিকা প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যে প্রত্যাহার, ৪৪ বদলে জম্মু ও কাশ্মীরে মাত্র ১৫ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির
সোমবার জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে ৪৪ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। তবে প্রার্থী তালিকা প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করে ১৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি সূত্রের খবর, তালিকায় বেশ কিছু ভুলভ্রান্তি থাকায় পুরনো তালিকা প্রত্যাহার করে নয়া তালিকা প্রকাশ করা হয়েছে। ২০১৯ সালে বিশেষ মর্যাদা হারানো ও জম্মু […]
সিকিমের লাচুংয়ে ধসে আটকে পড়ল প্রায় দেড় হাজার পর্যটক
বর্ষা শুরু হতেই ভূমিধসে ভয়ঙ্কর অবস্থা হল উত্তর সিকিমের লাচুংয়ে। আর তার জেরে অন্তত দেড় হাজার পর্যটক আটকে পড়েছেন বলে খবর। শনিবার থেকে চুংথাং–লাচুং সড়কে যান চলাচল বন্ধ। তারপর রবিবার সিকিমে অতিভারী বর্ষণের ‘কমলা’ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বাতিল হতে পারে উড়ান পরিষেবাও। লাচুংয়ে আটকে যাওয়া পর্যটকরা আতঙ্কে আছেন। তাদের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে […]
এখন সরকারি কর্মীরাও RSS করতে পারবেন! ৫৮ বছর আগের নির্দেশিকা তুলে নিল মোদি সরকার
এবার থেকে সরকারি কর্মচারীদের আর আরএসএস-এর কাজ করার জন্য রইল না কোনও বাধা৷ সরকারি চাকরি যারা করেন, তাঁরা যাতে আরএসএস করতে না পারেন, সেই কারণে প্রায় ৫৮ বছর আগে একটি নির্দেশ লাগু করা হয়েছিল। অবশেষে সেই নির্দেশিকা তুলে নিল নরেন্দ্র মোদী সরকার। ১৯৬৬ সালের ৩০ নভেম্বর কেন্দ্রীয় সরকারি কর্মীরা যাতে আরএসএস-এর সঙ্গে যুক্ত হতে না পারে, […]