আবারও নতুন ভাবে পর্দায় ধরা দিতে চলেছেন অঙ্কিতা লোখান্ডে। সন্দীপ সিং-এর পরিচালনায় নগরনটী আম্রপালি-তে দেখা যাবে অঙ্কিতাকে। এর আগে এই চরিত্রে অভিনয় করেছেন সুপ্রিয়া দেবী, বৈজয়ন্তীমালা। দুই কিংবদন্তি অভিনেত্রীর জুতোয় পা রাখার আগে অঙ্কিতা তাই প্রত্যেকের শুভেচ্ছা এবং আশীর্বাদ চেয়েছেন। অভিনেত্রীর দাবি, সন্দীপের আগের কাজ তাঁকে প্রচুর প্রশংসা এনে দিয়েছে। তিনিও যে সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারেন, সেটাও প্রমাণিত। তাই সন্দীপ সিরিজ ‘আম্রপালি’র কথা বলতেই তিনি এক কথায় রাজি। এবং ইতিমধ্যেই নিজেকে চরিত্রের জন্য গড়েপিটে নিচ্ছেন। আগামীতেও এই ধরনের চরিত্রেই নিজেকে বেশি করে মেলে ধরতে চেষ্টা করবেন, আশ্বাস তাঁর। আর্য যুগে নগরবধূ বা নগরনটীদের বিশেষ সম্মান ছিল। তিনি রাজনতর্কী হলে সেই সম্মান আরও বেশি। বৌদ্ধ যুগেও সেই ধারা অব্যাহত ছিল। এই সময়ের বিশিষ্ট নতর্কী আম্রপালি। যিনি সৌন্দর্য এবং অপার করুণার মূর্ত প্রতীক। সিরিজে গানের দায়িত্বে ইসমাইল দরবার।
Related Posts
তিন দিন ধরে পেট ব্যাথায় ভুগছেন ভারতী, তড়িঘড়ি করা হল অস্ত্রোপচার
গত তিন দিন ধরেই পেটে অসহ্য ব্যথায় ভুগছিলেন কমেডিয়ান ভারতী সিং। সম্প্রতি সেই ব্যথা বাড়ার কারণে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তিন দিন ধরে পেটে ব্যথা হলেও প্রথমে ভারতী মনে করেন যে হয়তো পেটে গ্যাসের ব্যথা হচ্ছে। পরে তা আরও তীব্র হলে বেশ কিছু পরীক্ষা করা হয়। সেখান থেকেই জানা যায় […]
আইনি ঝামেলায় রাভিনা ট্যান্ডন, অভিনেত্রীর বিরুদ্ধে বৃদ্ধা কে হেনস্থা করার অভিযোগ
অভিনেত্রী রাভিনা ট্যান্ডন এবং তার গাড়িচালকের বিরুদ্ধে মদ্যপানে এক বয়স্ক মহিলাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে নিহতের ছেলের দাবি। মুম্বাইয়ের বান্দ্রায় রিজভি ল কলেজের কাছে রাভিনার গাড়ি ওই বয়স্ক মহিলাকে ধাক্কা মারে। যার ফলে তিনি চোটও পান। এর পরে, রাভিনার ড্রাইভার গাড়ি থেকে বেরিয়ে আসে এবং বয়স্কা মহিলার পাশাপাশি তাঁর […]
ভোট দিলেন আল্লু অর্জুন, জুনিয়র এনটিআর, চিরঞ্জীবী থেকে রাজামৌলি সহ একঝাঁক তেলুগু সুপারস্টার
দেশজুড়ে মোট 96টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। লোকসভা ভোটের পাশাপাশি আজ অন্ধ্র প্রদেশ ও ওড়িশায় বিধানসভা নির্বাচনও চলছে। অন্ধ্রপ্রদেশের 25টি লোকসভা আসনেই ভোট গ্রহণ হচ্ছে আজ। তেলেঙ্গানাতেও এক দফাতেই 17টি আসনে ভোট গ্রহণ চলছে ৷ এছাড়াও উত্তরপ্রদেশের 13টি, মহারাষ্ট্রের 11টি, মধ্যপ্রদেশের 8টি, ওড়িশার 4টি, বিহার এবং ঝাড়খণ্ডের 5টি, বাংলার 8টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছন ভোটাররা। সাতসকালেই […]