কলকাতার আরজি কর-কাণ্ড, মহারাষ্ট্রের বদলাপুরের ঘটনায় যখন গোটা দেশে তোলপাড় চলছে। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল গোটা দেশ। তার মধ্যেই উত্তরপ্রদেশের ঝাঁসিতে এক কিশোরীকে অপহরণ করে চলন্ত গাড়িতে ধর্ষণের অভিযোগ উঠল। কিন্তু তারপরেও ক্রমশ বেড়েই চলেছে অপরাধ ও অত্যাচার। ২০শে অগাস্ট উত্তরপ্রদেশের ঝাঁসিতে একটি ১৬ বছরের কিশোরীকে দুই ব্যক্তি একটি গাড়িতে ধর্ষণ করেছে বলে অভিযোগ। এরপর অভিযুক্তরা তাকে খুনের হুমকি দিয়ে রাস্তায় ফেলে চলে যায় বলেই খবর। বাড়িতে আসার পর মেয়েটি তার পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়। এরপরে মেয়েটির পরিবারের সদস্যরা স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করে এবং অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়। নাবালিকার মা জানান, মেয়েটি শৌচালয়ে যাবে বলে বাইরে গিয়েছিল, এরপরেই তাঁকে জোর করে অভিযুক্তরা তুলে নিয়ে গিয়েছিল৷ বেশ কিছুক্ষন পরেও মেয়েটি ফিরে না আসায় তল্লাশি শুরু হয়৷ কিন্তু কোনভাবেই তাঁকে খুঁজে পাওয়া যায় না। বেশ কয়েক ঘন্টা পর মেয়েটি বাড়িতে এসে সকলকে ঘটনার কথা জানায় এবং বলে যে তারা তাকে হাইওয়ের দিকে নিয়ে গিয়েছিল। চলন্ত গাড়িতে দুইজন তাকে ধর্ষণ করেছে বলেও মেয়েটি জানায়। এরপরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার হয় একজন। প্রাসঙ্গিক ধারায় এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান পুলিশ অফিসার স্নেহ তিওয়ারি।
Related Posts
ব্রেক ফেল! চলন্ত বাস থেকেই ঝাপ অমরনাথ পুণ্যার্থীদের, আহত ১০
একদিকে হাথরসে পদপিষ্ট হয়ে মৃত ১২১। অন্যদিকে ভয়ংকর বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন অমরনাথ যাত্রার তীর্থযাত্রীরা। জানা গিয়েছে, মঙ্গলবার রামবন জেলার জাতীয় সড়ক ৪৪-এ বাস করে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। প্রায় ৪০ জন তীর্থযাত্রী পঞ্জাবের হোশিয়ারপুরে ফিরছিলেন। ব্রেক ফেলের কারণে বানিহালের কাছে নাচলানা পৌঁছানোর পর চালক গাড়ি থামাতে ব্যর্থ হন। জানা গিয়েছে, ঘটনায়া […]
বারাণসীতে প্রায় দেড় লক্ষ ভোটে জয়ী নরেন্দ্র মোদি
স্বয়ং প্রধানমন্ত্রী যেখানে মাত্র দেড় লক্ষ ভোটে জয়ী, সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী রাহুল গান্ধী রায়বরেলিতে কার্যত ঝড় তুলে দিয়েছেন। শেষ খবর পাওয়া অবধি, রায়বরেলি থেকে ৪ লক্ষের বেশি ভোটে বিজেপির দীনেশ সিংহকে হারিয়ে দিলেন রাহুল গান্ধী। নরেন্দ্র মোদি পেয়েছেন ৬০৮,২০১ ভোট, পাল্টা অজয় রাই পেয়েছেন ৪৫৭,৭৭৮ ভোট।
কেরলে ওয়ানাডে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০০, আহত শতাধিক
কেরলের ওয়ানাডে ভয়ঙ্কর ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ৩০০৷ আহত শতাধিক৷ বৃহস্পতিবার বেইলি ব্রিজ সংযুক্ত করে ধসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আরেকটি পাহাড়ি এলাকায় পৌঁছনোর চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা৷ ওই এলাকায় এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে৷ ভূমিধসে আটকদের উদ্ধার করতে নামানো হয়েছে সেনা৷ কাজ করছে এনডিআরএফ এবং জরুরি অবস্থার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত স্থানীয় কর্মী৷