এবার এপার বাংলা পাশাপাশি বাংলাদেশেও কাজ করছেন অনুপম রায়। বাংলাদেশের টেলিভিশনে যুক্ত হলেন তিনি। এবার বাংলাদেশের নাটকে যুক্ত হলেন তিনি। ঈদের নাটক ‘আদরে থেকো’তে গান গেয়েছেন তিনি।ইশতিয়াক আহমেদের লেখা এই নাটকটি এটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। অভিনয়ের পাশাপাশি নাটকটি প্রযোজনা করেছেন অভিনেতা নিলয় আলমগীর। এই নাটকের গানেই কণ্ঠ দিয়েছেন অনুপম। এর আগেও বাংলাদেশের ছবিতে গান গেয়েছেন অনুপম রায়। রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার জন্য গান গেয়েছিলেন তিনি।
Related Posts
মুক্তি পেল মনোজ বাজপেয়ীর শততম ছবি ‘ভাইয়া জি’-এর ট্রেলার
মুক্তি পেল মনোজ বাজপেয়ী অভিনীত শততম ছবি “ভাইয়া জি”-র ট্রেলার। অ্যাকশন-প্যাকড ট্রেলারে বাজপেয়ীর পাশাপাশি, ছবিতে সুবিন্দর পাল ভিকিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখা যাচ্ছে। এছাড়া ছবিতে জোয়া হোসেন, ভিপিন শর্মা এবং যতীন গোস্বামী মুখ্য ভূমিকায় রয়েছেন। আগামী ২৪মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।
‘ন্যায় ফর SSR জন আন্দোলন’ শুরু করলেন প্রয়াত অভিনেতার দিদি
‘ন্যায় ফর এসএসআর জন আন্দোলন’ শুরু করলেন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সি কীর্তি। সুশান্তের মৃত্যুর পিছনে কী কারণ, সে বিষয়ে কারণ খুঁজতেই এবার ফের ভাইয়ের হয়ে বিচার চাইলেন শ্বেতা সিং কীর্তি। পাশাপাশি সুশান্তের মৃত্যুর কারণ খুঁজতে এবার যাতে সিবিআই তদন্ত হয়, সেই দাবিও করেন প্রয়াত অভিনেতার দিদি। নিজের সোশ্যাল হ্যান্ডেল স্বেতা শিং কীর্তি সুশান্তের […]
ভাট ক্যাম্পে নাম লেখালেন নমোশি চক্রবর্তী
এবার মহেশ ভাটের ক্যাম্পে নাম লিখিয়েছেন নমোশি চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নিজে সাংবাদিকদের জানিয়েছেন, এটি প্রথম ছবির মতো রোমান্টিক কমেডি নয়। ভাট প্রযোজনা সংস্থার সিগনেচার রহস্য-রোমাঞ্চ ছবিতে এবার দেখা যাবে তাঁকে। ছবির নাম এখনও ঠিক হয়নি। ঠিক হয়নি নায়িকা, সহ-অভিনেতাদের নামও। চেহারায়, উচ্চতায়, চলনে বলনে যেন বাবার প্রতিচ্ছবি তিনি। বলিউডে যাতে মাটি কামড়ে পড়ে […]