অবশেষে জেল থেকে মুক্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের কয়েকঘণ্টার মধ্যেই তিহাড় জেল থেকে বেরিয়ে এলেন দিল্লির মুখ্যমন্ত্রীর। জেল থেকে বেরিয়েই জনতার দরবারে দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে উপচে পড়েছিল আপ কর্মী-সমর্থকদের ভিড়। সকলের মাঝে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমি আপনাদের সকলকে মন থেকে ধন্য়বাদ জানাচ্ছি। কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি আমি। সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতিদের ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের জন্যই আজ আমি আপনাদের সামনে আসতে পেরেছি। আপনাদের কাছে আমার একটাই আবেদন। আমাদের সকলকে একজোট হয়ে দেশেকে বাঁচাতে হবে। আমি সংঘর্ষ করছি যাতে আপনাদের বাঁচাতে পারি।’ কেজরিওয়াল জানান, শনিবার সকাল ১১টা নাগাদ তিনি দিল্লিতে হনুমান মন্দিরের সামনে সকলের সঙ্গে দেখা করবেন। হনুমানজির দর্শনের পর দুপুর ১টা নাগাদ তিনি সাংবাদিক সম্মেলন করবেন বলেও জানান। সেখান থেকে বড় ঘোষণারও ইঙ্গিত দিয়েছেন কেজরিওয়াল। গ্রেফতারির ৫০ দিন পর দিল্লির মুখ্যমন্ত্রীকে তিহাড় জেল থেকে মুক্তি দেওয়া হল। গাড়ি থেকে বেরিয়ে আসার সময় অনুগামীদের উদ্দেশে গাড়ি থেকে হাত নাড়তে দেখা যায় অরবিন্দ কেজরিওয়ালকে। হাসিমুখেই বেরিয়ে আসতে দেখা যায় তাঁকে। গাড়িতে দিল্লির মুখ্যমন্ত্রীর পাশেই ছিলেন স্ত্রী সুনীতা। তাঁর গ্রেফতারির পর থেকেই লাইমলাইটে সুনীতা কেজরিওয়াল। জেল থেকে পাঠানো দিল্লির মুখ্যমন্ত্রীর দেশবাসীকে লেখা চিঠি পাঠ করা থেকে শুরু করে আপের হয়ে প্রচার, সবেতেই দেখা যায় তাঁকে। কেজরিওয়ালের মুক্তির দাবিতে ইন্ডিয়া জোটের একের পর এক জনসভাতেও সুনীতা কেজরিওয়ালকে সেন্টার স্টেজেই দেখা যায়। বক্তব্যও রাখেন তিনি। শুক্রবারই সুপ্রিম কোর্ট অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। আগামী ১ জুন অর্থাৎ লোকসভা নির্বাচনের শেষ দফা পর্যন্ত জামিনে মুক্ত কেজরিওয়াল।
Related Posts
ফের ট্রেন দুর্ঘটনা, উত্তরপ্রদেশের কানপুরের কাছে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেসের ২২টি বগি, আহত ২০
শনিবার সকাল সকাল ফের রেল দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে ৷ উত্তর প্রদেশের কানপুরের কাছে লাইনচ্যুত হয় বারাণসী থেকে আহমেদাবাদগামী ১৯১৬৮ সবরমতী এক্সপ্রেস ৷ ওই ট্রেনে মোট ১৩০০ যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷ এদিন রাত ২ টো ৩০ মিনিট নাগাদ কানপুর ও ভীমসেন স্টেশনের মাঝে ট্রেনের অন্তত ২২টি বগি লাইনচ্যুত হয় বলে জানা গিয়েছে ৷ […]
কার্গিল বিজয় দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
কার্গিল বিজয় দিবসে শহিদ সেনার প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে দ্রাসে পৌঁছন নরেন্দ্র মোদী। সেখানে দাঁড়িয়েই পাকিস্তানের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, ‘ওদের জঘন্য পরিকল্পনা কখনও সফল হবে না।’ ১৯৯৯ সালের যুদ্ধে ২৬ জুলাই দিনটিতে ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তান। সেই জয়ের স্মরণেই প্রতিবছর এই দিনটি কার্গিল বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয়। শুক্রবার সেই কার্গিল বিজয় দিবস উপলক্ষে দ্রাস […]
প্রধানমন্ত্রীর উদ্বোধনের ৫ মাসের মধ্য়েই ১৮ হাজার কোটির অটল সেতুতে বিরাট ফাটল
দেশের দীর্ঘতম সমুদ্র সেতু হিসাবে এবার উঠে আসছে অটল সেতু। যা উদ্বোধন করছেন নরেন্দ্র মোদি। মহারাষ্ট্রের এই ব্রিজ দেশের অন্যতম বড় ব্রিজগুলির মধ্যে অন্যতম। দেশের বাণিজ্য নগরী মুম্বইতে এই ব্রিজ সংযোগ রক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে চলেছে। ২১.৮ কিলোমিটারের এই মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক যা আনুষ্ঠানিকভাবে অটল সেতু হিসাবে পরিচিত, তা মুম্বইবাসীদের জন্য একাধিক […]