বাবা শাহরুখ খানের মত অভিনয় নয়, বরং পরিচালনায় উৎসাহ ছিল অনেক বেশি ছেলে আরিয়ান খানের। আর সেই আগ্রহ, ইচ্ছা থেকেই নিজের প্রথম ওয়েব সিরিজ ‘স্টারডম’এর শুটিং শেষ করেলেন শাহরুখ পুত্র। সিরিজের শেষ দিনের শুটিং সমাপ্ত করে নিজের টিমের সদস্যদের সঙ্গে চলল উদযাপন। শনিবার নিজের পরিচালনায় প্রথম সিরিজের কাজ শেষ করেছেন আরিয়ান। তাই কলাকুশলীদের নিয়ে বিশাল কেক কেটে করলেন খুশির উদযাপন। জানা গিয়েছে, ছেলের প্রথম ওয়েব সিরিজের জন্যে প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছেন বাবা শাহরুখ খান। চলতি বছরেই বোন সুহানা খান জোয়া আখতারের পরিচালনায় ‘দ্য আর্চিজ’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেছেন। বাবার পথ অনুসরণ করে বোন অভিনয় জগতে পা রাখলেও আরিয়ান বেছে নিয়েছেন পরিচালনা। ক্যমেরার উলটো দিকেই স্বাচ্ছন্দ্য তিনি। নিজের পরিচালনায় প্রথম ওয়েব সিরিজকে চিত্তাকর্ষক করে তুলতে কোন কসরত বাকি রাখেননি শাহরুখ পুত্র। প্রথম কাজ দিয়েই তিনি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে যান আরিয়ান। সেই লক্ষ্যে কতটা সফল হন তিনি তা সিরিজ মুক্তি পাওয়ার পর দর্শকই বলবে। ‘স্টারডম’, নামের মতই সিরিজে দেখা মিলবে বলিউডের একগুচ্ছ তারকার। শাহরুখ খান তো রয়েছেনই, সেই সঙ্গে রণবীর কাপুর, করণ জোহার, রণবীর সিং, অনন্যা পাণ্ডে সহ অন্তনপক্ষে ৫০ জন বলি তারকার ক্যামিও রয়েছে আরিয়ানের সিরিজে। তবে স্টারডম-এর মুক্তি নিয়ে এখনও কিছু জানা যায়নি।
Related Posts
আবারও একফ্রেমে আসছেন অজয় এবং মাধবন
ক্রাইম থ্রিলার ‘শয়তান’-এ অজয় দেবগন এবং আর. মাধবনকে একফ্রেমে দেখেছিলেন দর্শক। এবার রোমান্টিক কমেডি ঘরানার ছবি ‘দে দে পেয়ার দে’-র সিক্যুয়েলে আবারও এই দুই তারকাকে দেখতে চলেছেন দর্শক। পরিচালনায় আনশুল শর্মা। ‘শয়তান’-এ মাধবনের দূর্দান্ত অভিনয় সাড়া ফেলেছিল অনুরাগীদের মধ্যে। ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এর পর রোম্যান্টিক কমেডি ঘরানার ছবিতে কাজ করতে দেখা যায়নি মাধবনকে। এবার অজয়ের […]
‘ওডেলা ২’-এর দ্বিতীয় শিডিউলের শুটিং শুরু হয়েছে
তামান্না ভাটিয়ার আসন্ন ছবি ‘ওডেলা ২’-এর জন্য শিরোনামে রয়েছেন। মার্চ মাস থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে। ‘ওডেলা ২’ ক্রাইম-থ্রিলার ফিল্ম ”ওডেলা রেলওয়ে স্টেশন’-এর দ্বিতীয় অংশ। এর প্রথম অংশটি ২০২২ সালে প্রকাশিত হয়েছিল। এখন এই ছবিটি সম্পর্কে একটি নতুন আপডেট এসেছে। ‘ওডেলা ২’-তে মুখ্য ভূমিকায় দেখা যাবে তামান্না ভাটিয়াকে। শুক্রবার, ছবিটির নির্মাতারা এর শুটিং সম্পর্কিত […]
চোখের সমস্যা নিয়ে আমেরিকা যাচ্ছেন শাহরুখ খান!
মাস কয়েক আগে আইপিএল-এর খেলা চলার সময় অতিরিক্ত গরমে ‘হিট স্ট্রোক’ হয় তাঁর। যদিও দিন কয়েকের বিরতি নিয়ে কাজে ফেরেন তিনি। অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রায় সব ক’টি অনুষ্ঠানে সপরিবার হাজির ছিলেন বাদশা। সম্প্রতি ফারহা খানের মায়ের শেষকৃত্যেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই তাঁর চোখে ছিল রোদচশমা, সে দিন হোক বা রাত। […]