শনিবার ভোররাতে পুলিশের হাত থেকে বাঁচতে ধিং এলাকার স্থানীয় একটি পুকুরে ঝাঁপ দেয় সে। পুকুরেই ডুবে মৃত্যু হয় অভিযুক্ত তফজ্জুল ইসলামের। অসম পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধিং এলাকার ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণে মূল অভিযুক্ত ছিল এই তাফজ্জুল ইসলাম। এ দিন ভোররাতে তাকে পুকুর পাড়ে নিয়ে গিয়ে ঘটনার পুনর্গঠন করছিল পুলিশ। সে সময় আচমকাই পালানোর চেষ্টা করে ওই অভিযুক্ত। পুলিশের হাত থেকে বাঁচতে ওই পুকুরেই ঝাঁপ দেয় তফজ্জুল। তারপর আর তাকে বাঁচানো যায়নি। ডুবে মৃত্যু হয় তার। ডুবুরি দিয়ে তল্লাশি চালিয়ে ঘণ্টা দুয়েকের মধ্যে তফজ্জুলের দেহ উদ্ধার করে পুলিশ। প্রসঙ্গত, শুক্রবারই অসমের নওগাঁ জেলার ধিং এলাকার এক ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। স্থানীয় এই পুকুরের পাড়েই অর্ধচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করা হয়। তার শরীরে একাধিক চোট ছিল। দেহও ছিল অনাবৃত। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। দ্রুত মেয়েটিকে উদ্ধার করে ধিংয়ের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নির্যাতিতার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
Related Posts
ফের পুরীর মন্দিরে রত্ন ভাণ্ডারের সমীক্ষা, আজ থেকে টানা ৩দিন ভক্তদের প্রবেশ নিয়ন্ত্রণ
ফের পুরীর জগন্নাথদেবের মন্দিরে ‘রত্ন ভাণ্ডার’-এর সমীক্ষা করবে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)। শনিবার থেকে আগামী তিনদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মন্দিরে ভক্তদের প্রবেশে নিয়ন্ত্রণ জারি থাকবে। শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের (এসজেটিএ) প্রধান অরবিন্দ পাধী বলেন, শনিবার থেকে এঅসআই মন্দিরের রত্ন ভাণ্ডারের সমীক্ষার কাজ করবে। যা চলবে সোমবার পর্যন্ত। অর্থাৎ শনি, রবি ও সোমবার দুপুর […]
১২ জন বাংলাদেশী মৎস্যজীবীকে উদ্ধার ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গভীর সমুদ্রে মাছ ধরার সময় বাংলাদেশী ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় উত্তাল সমুদ্রে উল্টে যায় বাংলাদেশী ট্রলারটি। বাংলাদেশি ট্রলারের ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। বুধবার রাতে সুন্দরবনের কেঁদো দ্বীপ থেকে আরও দক্ষিণে ভারত-বাংলাদেশের জলসীমানার কাছে উল্টে যায় মৎস্যজীবীদের ট্রলারটি। শনিবার উদ্ধার হওয়া মৎস্যজীবীদের দক্ষিণ ২৪ পরগনার […]
৩০টাকা দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের
দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের ৷ প্রতি সিলিন্ডারে দাম কমানো হল ৩০ টাকা করে ৷ তেল বিপণন সংস্থাগুলি দাম কমিয়েছে শুধু বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের ৷ ১৯কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৩০ টাকা করে কমানো হয়েছে ৷ এর ফলে সিলিন্ডার পিছু দাম নতুন দাম হল ১৬৪৬ টাকা ৷ তবে এই দর নয়াদিল্লির ৷ কলকাতায় […]