মারাত্মক সাইড এফেক্টই! বিশ্ব থেকে করোনা টিকা তুলে নিচ্ছে কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা

করোনার টিকা প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার টিকার মারাত্মক কিছু পার্শ্বপতিক্রিয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতেই ঘুম ছুটেছে গোটা বিশ্বের। বিশ্বব‍্যাপি বন্ধ হচ্ছে কোভিশিল্ড ভ্যাকসিনের বিক্রি। মাত্র কিছুদিন আগেই কোভিশিল্ড ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করে প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। এবার বাজার থেকে এই ভ্যাকসিন তুলে নেওয়া হচ্ছে বলে ঘোষণা করল ব্রিটিশ এই ফার্মাসিউটিক্যাল সংস্থা। বিশ্বব্যাপী করোনার টিকা তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা আচমকা ঘোষণা করে ফের আলোড়ন ফেলে দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। কোভিশিল্ড ভ্যাকসিনটি যৌথভাবে তৈরি করেছিল ব্রিটিশ এই ফার্মাসিউটিক্যাল সংস্থা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ভারতে এই টিকা উৎপাদন করেছিল পুনের সেরাম ইনস্টিটিউট। কোম্পানির কথায়, ‘যেহেতু একাধিক, বৈকল্পিক COVID-19 ভ্যাকসিন তৈরি করা হয়েছে কিন্তু এই মুহূর্তে বিশ্বব্যাপী কোনও চাহিদা নেই।’ ফলে বাণিজ্যিক কারণেই করোনাভাইরাসের ভ্যাকসিন বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছে সংস্থা। অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নতুন নতুন ভাইরাসের মোকাবিলা করার জন্য পুরনো ভ্যাকসিনের বিকল্প প্রস্তুত করা হচ্ছে।

error: Content is protected !!