দিল্লি-NCR-এ সাতসকালে প্রায় ১০০টি স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে তুলকালাম। বুধবার সকালে পর পর ১০০টি স্কুলকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি আসে। ইমেলের মাধ্যমে হুঁশিয়ারি দেওয়া হয়। ঘটনা ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীতে। প্রত্যেকটি স্কুল থেকে ছাত্রছাত্রীদের বের করে দেওয়া হয়েছে। সকলেই নিরাপদ রয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। যে আইপি অ্যাড্রেস থেকে হুমকি মেলগুলি পাঠানো হয়েছে সেটি বিদেশের বলে জানা যাচ্ছে। দিল্লি পুলিশের সন্দেহ VPN সিস্টেমের মাধ্যমে মাস্কড করা হয়েছে এই আইপি অ্যাড্রেস। প্রথমে খবর মিলেছিল, বুধবার সকালে আট থেকে ১২টি স্কুলে বোমা রাখা আছে বলে হুমকি মেইল এসেছে। এরপর আরও একাধিক স্কুল কর্তৃপক্ষের তরফে বিস্ফোরণের হুমকির কথা প্রশাসন এবং দিল্লি পুলিশে জানানো হয়। এই ১০০টি স্কুলের তালিকায় রয়েছে দিল্লি পাবলিক স্কুলের মতো জনপ্রিয় এবং বড় শিক্ষা প্রতিষ্ঠানও। নয়ডার এই স্কুলটিতে অসংখ্য পড়ুয়া পড়াশোনা করে। ইমেলের মাধ্যমে দিল্লি পাবলিক স্কুলটিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসে। খবর পাওয়া মাত্রই নয়ডা পুলিশের একটি টিম স্কুলে পৌঁছয়। সম্পূর্ণ খালি করে দেওয়া হয় ক্যাম্পাস। একটি বম্ব স্কোয়াডও পৌঁছয় ঘটনাস্থলে। তারা গোটা স্কুলে তল্লাশি চালাচ্ছে। তবে কোনও সন্দেহজনক বস্তুর খোঁজ মেলেনি বলেই জানা যাচ্ছে। ডগ স্কোয়াডও মোতায়েন করা হয়েছে দিল্লি পাবলিক স্কুলে।
Related Posts
দিল্লির সরকারি হাসপাতালে বন্দুকবাজের হামলা, মৃত রোগী
দিল্লির সরকারি হাসপাতালে বন্দুকবাজের হামলা! গুলি লেগে মৃত্যু হল হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর। জানা গিয়েছে, হাসপাতালে ঢুকে একাধিক গুলি চালিয়েছে ১৮ বছর বয়সি এক যুবক। তবে আপাতত সে পলাতক বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল চারটে নাগাদ। জানা গিয়েছে, দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে আচমকাই বন্দুক হাতে ঢুকে পড়ে ১৮ বছর বয়সি এক যুবক। […]
নিট-ইউজি প্রবেশিকায় বাতিল গ্রেস মার্কস, ২৩ জুন ফের পরীক্ষা, সুপ্রিম কোর্টে জানাল মোদি সরকার
ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-এ ‘বাড়তি নম্বর’ বা ‘গ্রেস মার্কস’ পাওয়া পরীক্ষার্থীদের নম্বর বাতিল করা হবে। বদলে তাঁদের আরও এক বার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে বলে সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-এ একসঙ্গে ৬৭ জন প্রথম স্থান অধিকার করায় বিতর্ক শুরু হয়েছিল দেশ জুড়ে। পরে জানা যায়, প্রশ্নপত্র এবং কিছু পরীক্ষাকেন্দ্রে সময় […]
‘এনসি, পিডিপি, কংগ্রেসরা কাশ্মীরের যুবসমাজকে নষ্ট করে দিয়েছে’, বিরোধী দলগুলিকে আক্রমণ মোদির
ভোটপ্রচারের জন্য জম্মু-কাশ্মীরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার কাটরাতে দলীয় সভায় বক্তৃতা দিতে গিয়ে বিরোধী দলগুলিকে আক্রমণ করেন তিনি। এদিন প্রধানমন্ত্রী বলেন, রাজ্যের যুবসমাজের ভবিষ্যত নষ্ট করছে এনসি, পিডিপি, কংগ্রেসের মতো দলগুলি। এরা কখনই যুবসমাজের ভালো চায় না। এই পাপের কারণে জম্মু যেমন জ্বলছে, তেমনই কাশ্মীরও জ্বলছে। আর এর লাভ নিচ্ছে সীমান্তে ওপারে থাকা আমাদের শত্রুরা। কয়েকদিন আগে […]