শুক্রবার মোদি সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ করলেন দিল্লি সরকারের মন্ত্রী অতীশি। অতীশি বলেছেন যে দিল্লির নির্বাচিত সরকারের বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আগামী দিনে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন আম আদমি পার্টির নেতা অতীশি। এই সময়, অতীশি বলেছিলেন যে রাষ্ট্রপতি শাসন জারির ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রকের কোনও আইএএস অফিসারের পোস্টিং আর করা হচ্ছে না। গত কয়েকদিন ধরে দিল্লিতে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার পদায়ন হচ্ছে না। অনেক দপ্তর শূন্য, যেখানে কর্মকর্তারা নেই। অতীশি বলেছিলেন যে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনাও কোনও কারণ ছাড়াই স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখছেন যে সরকার কাজ করছে না। মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের ব্যক্তিগত সচিবকেও কোনো কারণ ছাড়াই সরিয়ে দেওয়া হচ্ছে। এই সব ইঙ্গিত দিচ্ছে যে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করার প্রস্তুতি চলছে। অরবিন্দ কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে বিশাল রাজনৈতিক ষড়যন্ত্রের পরিকল্পনা করা হচ্ছে। অতীশি বলেছিলেন যে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে বেআইনি এবং অসাংবিধানিক। দিল্লির মানুষ অরবিন্দ কেজরিওয়ালকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। ১৭ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভায় আস্থা ভোট প্রমাণিত হয়েছিল। যতদিন অরবিন্দ কেজরিওয়ালের সংখ্যাগরিষ্ঠতা থাকবে ততদিন রাষ্ট্রপতি শাসন জারি করা যাবে না। এটা সংখ্যাগরিষ্ঠ মানুষের অপমান। অতীশি বলেছিলেন যে এটি ২০১৬ সালে উত্তরাখণ্ডেও করা হয়েছিল, যা বেআইনি ছিল। দিল্লির মানুষকে ভয় পাওয়ার কিছু নেই। আমরা রাজপথ থেকে সংসদ পর্যন্ত এই লড়াই লড়ব। দিল্লির মানুষের অধিকার মরতে দেব না। দিল্লির মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা দেবে। আমরা আপনাকে বলি যে সম্প্রতি দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভাব কুমারকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন। কয়েকদিন আগে বিভব কুমারকে জেরা করেছিল ইডি। ৮ এপ্রিল আবগারি মামলায় বিভব কুমারকে প্রায় ৪ ঘণ্টা জেরা করেছিল ইডি। জল বোর্ড কেলেঙ্কারিতে তার বাড়িতেও হানা দিয়েছে তদন্তকারী সংস্থা।
Related Posts
কেরলের ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৮
ধস নেমে বিপর্যস্ত কেরলের ওয়ানাড। বৃষ্টিপাতের কারণে রাত ২টো থেকে ৪টে অবধি ধস নামে৷ প্রাথমিকভাবে মু্ন্ডকাই ও চুরালমালা অঞ্চল ধসের কারণে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ মৃতের সংখ্যা বেড়ে হল ৯৮৷ প্রাকৃতিক এই বিপর্যয়ে আহতের সংখ্যা শতাধিক৷ এখনও বহু মানুষ কাদা মাটির নীচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷ ওয়ানাডের মেপাড্ডিতে এ দিন ভোর রাতে এই […]
হাওড়া-মুম্বই সিএসএমটি এক্সপ্রেস দুর্ঘটনার জেরে একগুচ্ছ ট্রেন বাতিল
ফের রেল দুর্ঘটনা। মঙ্গলবার ভোররাতে ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে রাজখরসাওয়ান এবং বরাবাম্বুরের মধ্যবর্তী এলাকায় ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এক্সপ্রেস লাইনচ্যুত হয়। খেলনা গাড়ির মতো রেললাইনে ছিটকে পড়ে ট্রেনটির ১৮টি বগি। একটি মালগাড়ির সঙ্গে ধাক্কার জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। এই রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত […]
মহারাষ্ট্রে হারার ভয়ে ভোটের দিন পিছোল বিজেপি! কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তৃণমূলের
কথা ছিল তিনটি রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা করা হবে৷ সেদিকে লক্ষ্য রেখেই তৈরি হচ্ছিলেন তিন রাজ্যের যুযুধান রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা৷ শেষ পর্যন্ত হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করলেও মহারাষ্ট্র বিধানসভা ভোটের দিনক্ষণ জানাল না জাতীয় নির্বাচন কমিশন৷ শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন দফতরে সাংবাদিক সম্মেলন করে দুই রাজ্যের ভোটের দিন ঘোষণা করার […]