বদলাপুরের স্কুলে সেখানকার কর্মী অক্ষয় শিন্ডে তিন ও চার বছরের যে দুই ছাত্রীর উপর যৌন নির্যাতন চালিয়েছিল বলে অভিযোগ, তার বিস্তারিত রিপোর্ট শুক্রবার সামনে এসেছে। সূত্রের খবর, সেখানে উল্লেখ করা হয়েছে অন্তত দিন ১০-১২ দিন ধরে ওই দুই শিশুর উপরে যৌন নিগ্রহ চলেছে। মেডিক্যাল রিপোর্টে দেখা গিয়েছে, ধর্ষণের ফলে তাদের দু’জনেরই যৌনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। হাইমেনও ক্ষত-বিক্ষত। স্কুলের গাফিলতির কথাও উঠে এসেছে দুই সদস্যের তদন্ত কমিটির রিপোর্টে। তারা যে অবিযোগ পাওয়ার পরে কোনও ব্যবস্থাই নেয়নি, তা বলা হয়েছে। স্পষ্ট বলা হয়েছে, অক্ষয় ১ অগস্ট থেকে ওই স্কুলে নিযুক্ত হয়। তার কোনও ব্যাকগ্রাউন্ড চেক হয়নি। কিন্তু স্কুলের সর্বত্র তার অবাধ যাতায়াত ছিল। শিশুদের টয়লেট কিছুটা দূরে। বেশ ফাঁকা জায়গায়। সেখানে কেন ওই দুই শিশুকে অক্ষয় নিয়ে গিয়েছিল, সে প্রশ্ন তুলেছে কমিটি। স্কুলের যেখানে এফআইআর করার কথা, সেখানে তারা অভিযোগ শুনেও পদক্ষেপ করেনি বলে উল্লেখ করা হয়েছে। শিশুদের পরিবার জানিয়েছে, তাদের উপর চাপ দেওয়া হয়েছিল তারা যাতে এই ইনজুরি মার্কগুলোকে ‘সাইকেল চালানোর সময়ে আঘাত’ পেয়েছে বলে উল্লেখ করেন। মা-বাবাদের দাবি, পুলিশই স্কুলের হয়ে এই প্রস্তাব দিয়েছিল। এ দিকে, শিশুদের যৌন নিগ্রহের অভিযোগে আজ শনিবার রাজ্যে বন্ধের ডাক দিয়েছিল কংগ্রেস-উদ্ধব ঠাকরের শিবসেনা ও শারদ পাওয়ারের এনসিপির ‘মহাবিকাশ আগাড়ি’ জোট। ঠিক তার আগে একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার বম্বে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে এই ইস্যুতে কোনও রাজনৈতিক দল বন্ধ ডাকতে পারবে না। হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ দেবেন্দ্রকুমার উপাধ্যায় এ দিন ওই নির্দেশে বলে, কোনও রাজনৈতিক দল অথবা ব্যক্তিকে বন্ধ ডাকা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। এটা দেশের বাণিজ্যিক রাজধানী। সেখানে এ ভাবে বন্ধ ডাকা যায় না। তা অবৈধ। রাজ্যকেও কোর্ট নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলার জন্য।
Related Posts
এনআইটি পাটনার হোস্টেলের ঘর থেকে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ!
এনআইটি পাটনার হোস্টেলের ঘর থেকে উদ্ধার হল এক ছাত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটে গতকাল, শুক্রবার রাতে। ঘটনাস্থলে মিলেছে একটি সুইসাইড নোটও। পুলিস ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় কলেজ চত্বরে। পুলিস সূত্রে খবর, মৃত ওই ছাত্রী অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। এদিন রাত দশটার কিছু পরে কলেজ থেকে ফোন আসে থানায়। জানানো হয়, হোস্টেলের […]
নৈনিতালে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গাড়ি, মৃত ৮
উত্তরাখণ্ডের নৈনিতালে ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নৈনিতালে এক ২০০ মিটার গভীর খাদে যাত্রীবোঝাই গাড়ি পড়ে গিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এই ৮ মৃতের মধ্যে রয়েছে ৭ জন নেপালি। এছাড়াও গাড়ির চালকও মারা গিয়েছেন। সব মিলিয়ে এই ৮ জনের মৃত্যুর ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, বেতালঘাট পুলিশ স্টেশনের এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, […]
মধ্যপ্রদেশে ভোটের ডিউটির সেরে ফেরার পথে দুর্ঘটনা, আহত ২৮ পুলিশ কর্মী
ভোটের ডিউটি সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। বাস উল্টে আহত ২৮ জন পুলিশ কর্মী। সকলেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সন্ধেয় দুর্ঘটনাটি ঘটেছে দাতিয়া জেলায়। গতকাল মুখ্যমন্ত্রী মোহন যাদব ভোটের প্রচারে বেরিয়েছিলেন। বিশাল ব়্যালির শেষে থানায় ফিরছিলেন পুলিশ কর্মীরা। সেই সময় একটি ট্যাক্সিকে ওভারটেক করার সময় তাঁদের বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের […]