বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে ১৭৪, আন্দোলনকারীদের ক্লিনচিট হাসিনা সরকারের

বাংলাদেশে গত পাঁচদিনে কোটা বিরোধী আন্দোলনে হিংসার জেরে মৃত্যু হয়েছে মোট ১৭৪ জনের। এমনই দাবি করা হয়েছে প্রথম আলো সংবাদপত্রে। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, রবিবারও বাংলাদেশে ১৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়েছে ৭ জনের। এদিকে গতকাল কোটা ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় কার্যত আন্দোলনকারীদের পক্ষেই ছিল। তবে এরপরও আন্দোলন ও হিংসা জারি থাকায় আপাতত কার্ফু প্রত্যাহারের পথে হাঁটছে না হাসিনা সরকার। তবে সোমবার বাংলাদেশি সময় দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্ফু শিথিল রাখার সিদ্ধান্তের কথা জানান সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে রবিবার মাত্র ২ ঘণ্টার জন্যে কার্ফু শিথিল হয়ছিল। সেই সময় আজ কিছুটা বাড়ানো হল।

error: Content is protected !!