বাংলাদেশের সাংসদ খুন হলেন কলকাতা নিউটাউনে! চিকিৎসা করাতে কলকাতায় এসে ৫ দিন ধরে নিখোঁজ বাংলাদেশের তিনবারের জয়ী সাংসদ আনোয়ার উল আজিম। জানা যাচ্ছে চলতি মাসের ১২ তারিখ কলকাতায় এসে বরানগর এলাকার সিঁথির বাসিন্দা গোপাল বিশ্বাসের নিউটাউনের ফ্ল্যাটে ওঠেন তিনি। ১৩ মে ওই বাড়ি থেকে বেরিয়ে ভাড়া করা গাড়িতে উঠেছিলেন আজিম। দুপুর ১ টা ৪১ মিনিটে বাড়ি থেকে বেরোলেও তারপর থেকে আর কোনও ভাবে খোঁজ পাওয়া যায়নি তাঁর। একজন মহিলা সঙ্গী ও তিন জনকে নিয়ে এসে নিউটাউনের ওই বিলাস বহুল আবাসনে (সঞ্জীবা গার্ডেনস) ছিলেন তিনি বলেই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। যেই ফ্ল্যাটটিতে খুন হন সেই ফ্ল্যাটটি একজন এক্সাইড ডিপার্টমেন্টের অফিসারের বলেও জানা যাচ্ছে। সেখানেই খুন করা হয় তাঁকে, এমনই অভিযোগ। বাংলাদেশের আওয়ামী লীগের ওই সাংসদ চিকিৎসার (স্নায়ুরোগ) জন্য বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। ১৩ তারিখের পর থেকে সাংসদের পরিবার আর তাঁর সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করতে পারেনি। সাংসদের মেয়ে বাংলাদেশের থানায় অভিযোগ দায়ের করেন, তারপরই শুরু হয় তদন্ত। যদিও, সাংসদের মেয়ে বর্তমানে কলকাতায় রয়েছেন। পরিচিত গোপাল বিশ্বাস ১৮ মে বরানগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। সেই সূত্র ধরেও তদন্ত শুরু করে পুলিশ। ৫ দিন ধরে খোঁজ না মেলায় বাংলাদেশের গোয়েন্দা সংস্থাও শুরু করে তদন্ত। ভারতের সঙ্গে যোগাযোগ করেন তারা। পুলিশের প্রাথমিক অনুমান সাংসদ আজিমকে খুন করা হয়েছে। তবে পুলিশ এ বিষয়ে স্পষ্টভাবে এখনও কোনও মুখ খোলা হয়নি প্রশাসনের তরফে। ফোনে রিং হয়ে গেলেও ফোন রিসিভ করছিল না কেউই। একটি নীল গাড়ি করে তারা বেরিয়ে ছিলেন বলেও জানা যাচ্ছে সূত্র মারফত। এরপরই গোটা বিষয়টি জানানো হয় পুলিশকে। এরপরই আইবি থেকে শুরু করে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ গোয়েন্দা দল তদন্তে নামে। এদিন ঘটনার কথা প্রকাশে আসে।
Related Posts
পরপর সোনার দোকানে ডাকাতি, নয়া নির্দেশিকা লালবাজারের
একাধিক জায়গায় পর পর ডাকাতির ঘটনা ঘটে চলেছে । যদিও বেশ কয়েকটি জায়গায় পুলিশি তৎপরতায় সাফল্য পায়নি ডাকাত দল । তবে শহরতলির একাধিক জায়গায় পরপর একই রকমে ঘটনা ঘটনায় তৎপর হল লালবাজার ।জানা গিয়েছে, কলকাতা পুলিশের নগরপালের তরফে শহরের থানাগুলির অফিসার ইন-চার্জদের কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে । সংশ্লিষ্ট নির্দেশিকাগুলি ডেপুটি কমিশনারদের কাছেও পাঠানো হয়েছে । […]
অবশেষে দক্ষিণবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি, মৌসুমী বায়ু প্রবেশ গাঙ্গেয় বঙ্গে
দক্ষিণবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি। কয়েক পশলা বৃষ্টিতে ইতিমধ্যেই ভিজেছে কলকাতা। আজ, শুক্রবার ও আগামিকাল, শনিবারের মধ্যেই মৌসুমী বায়ু ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৷ এমনটাই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ। এ সপ্তাহেই বর্ষা ঢুকতে পারে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি এখনই নয় দক্ষিণবঙ্গে। বরং রবিবারের পর বৃষ্টি […]
শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা
আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা, বাংলা ও ওড়িশায়। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শনি ও রবিবার। ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপ ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। ঝাড়খন্ড থেকে সরে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো সরে রাজস্থান হয়ে গুজরাট পৌঁছবে। […]