বাংলাদেশের এমপি হত্যা মামলায় অভিযুক্তকে ১৪ দিনের সিআইডি রিমান্ডে পাঠানো হয়েছে

শনিবার বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি সিয়াম হোসেনকে ১৪ দিনের সিআইডি রিমান্ডে দিয়েছে আদালত। শনিবার কড়া নিরাপত্তায় বারাসত আদালতে পেশ করা হয় সিয়ামকে। সরকারি আইনজীবী শুনানিকালে দাবি করেন, সাংসদ হত্যায় ব্যবহৃত অস্ত্র সিয়াম দিয়েছিল। যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক সঙ্গীতা লাট সিয়ামকে রিমান্ডে পাঠান। সিয়ামের গ্রেপ্তার নিয়ে দুটি ভিন্ন বক্তব্য এসেছে। ঢাকা পুলিশ কমিশনার হাবিবুর রহমান শুক্রবার জানিয়েছিলেন যে সিয়ামকে নেপাল পুলিশ ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে, যেখানে বেঙ্গল সিআইডির দাবি অনুসারে, তার দল তাকে বাংলার উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থেকে গ্রেপ্তার করেছে। সিআইডি সূত্র জানায়, সিয়াম মূলত বাংলাদেশের ভোলা জেলার বুরহানউদ্দিন এলাকার বাসিন্দা।জানা যায়, বাংলাদেশের দল আওয়ামী লীগের সাংসদ গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় এসে হঠাৎ নিখোঁজ হন। তার নিখোঁজ রিপোর্ট কলকাতার থানায় দায়ের করা হয়েছে। তদন্তে জানা যায়, কলকাতা সংলগ্ন নিউটাউন এলাকার একটি ফ্ল্যাটে খুন হয়েছেন সাংসদ।বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার প্রধান আসামি আখতারুজ্জামান শাহীন আমেরিকায় কোথাও আত্মগোপন করে থাকতে পারে। শাহীনের অবস্থান জানতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হচ্ছে।

error: Content is protected !!