শনিবার বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি সিয়াম হোসেনকে ১৪ দিনের সিআইডি রিমান্ডে দিয়েছে আদালত। শনিবার কড়া নিরাপত্তায় বারাসত আদালতে পেশ করা হয় সিয়ামকে। সরকারি আইনজীবী শুনানিকালে দাবি করেন, সাংসদ হত্যায় ব্যবহৃত অস্ত্র সিয়াম দিয়েছিল। যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক সঙ্গীতা লাট সিয়ামকে রিমান্ডে পাঠান। সিয়ামের গ্রেপ্তার নিয়ে দুটি ভিন্ন বক্তব্য এসেছে। ঢাকা পুলিশ কমিশনার হাবিবুর রহমান শুক্রবার জানিয়েছিলেন যে সিয়ামকে নেপাল পুলিশ ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে, যেখানে বেঙ্গল সিআইডির দাবি অনুসারে, তার দল তাকে বাংলার উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থেকে গ্রেপ্তার করেছে। সিআইডি সূত্র জানায়, সিয়াম মূলত বাংলাদেশের ভোলা জেলার বুরহানউদ্দিন এলাকার বাসিন্দা।জানা যায়, বাংলাদেশের দল আওয়ামী লীগের সাংসদ গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় এসে হঠাৎ নিখোঁজ হন। তার নিখোঁজ রিপোর্ট কলকাতার থানায় দায়ের করা হয়েছে। তদন্তে জানা যায়, কলকাতা সংলগ্ন নিউটাউন এলাকার একটি ফ্ল্যাটে খুন হয়েছেন সাংসদ।বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার প্রধান আসামি আখতারুজ্জামান শাহীন আমেরিকায় কোথাও আত্মগোপন করে থাকতে পারে। শাহীনের অবস্থান জানতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হচ্ছে।
Related Posts
লেক গার্ডেন্সের গেস্ট হাউজে সঙ্গিনীকে গুলি করে আত্মঘাতী যুবক
লেক গার্ডেন্সের গেস্ট হাউজে আত্মঘাতী যুবক। সঙ্গে ছিলেন এক তরুণীকে। নিজের মাথায় গুলি করার ঠিক আগে সঙ্গিনীকে গুলি করেছিলেন যুবক। হাসপাতালে ভর্তি করানো হয়েছে তরুণীকে। পুলিশ সূত্রে খবর, বজবজের বাসিন্দা রাকেশ কুমার সাউ এবং তাঁর সঙ্গিনী দুপুর দু’টো নাগাদ লেক গার্ডেন্সের ও গেস্ট হাউজে গিয়ে ওঠেন। তাঁরা গেস্ট হাউজের রিসেপশনে নিজেদের দম্পতি পরিচয় দিয়েছিলেন। তিন […]
ভোটপর্ব মিটতেই রাজ্যের ডিজি পদে ফেরানো হল আইপিএস রাজীব কুমারকে
ভোটপর্ব মিটতেই রাজ্যের ডিজি পদে ফেরানো হল আইপিএস রাজীব কুমারকে। লোকসভা ভোট ঘোষণার পরেই রাজীবকে ডিজি পদ থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। ডিজি করা হয়েছিল আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে। জল্পনা ছিল, লোকসভা ভোট ও উপনির্বাচন মিটলেই তাঁকে ডিজি পদে ফেরানো হতে পারে। সেই জল্পনাই সত্যি হল। সঞ্জয়কেও ফিরিয়ে নিয়ে যাওয়া হল ডিজি (দমকল) পদে। লোকসভা ভোটের […]
৩২ জনের প্রতিনিধিত্ব মানল রাজ্য, তবে লাইভ না! লাইভ স্ট্রিমিংয়ের বিষয়ে অনড় জুনিয়র চিকিৎসকরা, নবান্নে দেড় ঘণ্টা অপেক্ষায় মুখ্যমন্ত্রী
নবান্নে এসে পৌঁছল ৩২ জন জুনিয়র ডাক্তার। আন্দোলনকারীদের শর্ত মেনে ৩০ জনকে নবান্নের সভাঘরে প্রবেশের অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে লাইভ স্ট্রিমিং হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে লাইভ সম্প্রচারের ব্যাপারে চিকিৎসকরা কেন সম্প্রচার করতে চাইছেন সেটা বিস্তারিতভাবে জানার চেষ্টা হবে। তারপরই সিদ্ধান্ত হবে বলে নবান্ন সূত্রে খবর। সূত্রের খবর, লাইভ টেলিকাস্টে রাজি […]