সাদা কাগজে সই করিয়ে ভুয়ো ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করার জন্য বিজেপি নেত্রীকে ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত

জামিন চাইতে গিয়ে জেলে গেল সন্দেশখালির পিয়ালি দাস ওরফে মাম্পি।  বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়া সঙ্গী পিয়ালী দাস ওরফে মাম্পির বিরুদ্ধে এলাকার মহিলারা লিখিত অভিযোগ দায়ের করেছিল। এই মাম্পি এলাকার মহিলাদের সন্দেশখালি থানায় নিয়ে গিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করানো সহ সাদা কাগজে সই করিয়ে ভুয়ো ধর্ষণ এবং  শ্লীলতাহানির মত অভিযোগ করিয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে গত কয়েকদিন আগে সন্দেশখালি থানার পুলিশ মাম্পি দাসের বাড়িতে নোটিশ দিয়েছিল। এরপর মঙ্গলবার বসিরহাট আদালতে জামিন চাইতে গিয়ে জেলে গেলেন মাম্পি। তারপর তাকে  সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। সন্দেশখালির ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে মহিলাদের আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন রেখা পাত্র, মাম্পি দাসরা। কিন্তু ভোটের মাঝে সন্দেশখালি নিয়ে একাধিক স্টিং ভিডিও ভাইরাল হওয়ার পর হাওয়া উল্টো খাতে বইতে শুরু করে। সেইসব স্টিং ভিডিওতে দাবি করা হয়, সন্দেশখালির ঘটনা পুরোটাই সাজানো। পরে মিথ্যে মামলা তুলতে গেলে হুমকিও দেওয়া হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতেই মাম্পিকে ডেকে পাঠিয়েছিল পুলিশ। ভিডিও প্রকাশ্যে আসতেই বিজেপি নেতা-নেত্রীরা অস্বস্তিতে পড়ে যায়। সন্দেশখালির মহিলাদের সাদা কাগজে সই করিয়ে ভুয়ো ধর্ষণের মামলা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। ভিডিয়োতে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যায়- গোটা বিষয়টি সাজানো। তাতে নাম উঠে আসে স্থানীয় বিজেপি নেত্রী পিয়ালিরও। বিজেপি কর্মী পিয়ালির বিরুদ্ধে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেছিলেন স্থানীয় মহিলারা। তাদের অভিযোগ ছিল, যখন মহিলা কমিশন সন্দেশখালিতে আসে, সেই সময় মহিলাকে বাড়ি থেকে অভিযোগ করার জন্য ডেকে নিয়ে যান পিয়ালি দাস ওরফে মাম্পি। অভিযোগ, একটি সাদা কাগজে সই করিয়ে নিয়ে পিয়ালি মহিলাদের বাড়ি পাঠিয়ে দেন। পরে সেই সাদা কাগজে লিখে দেওয়া হয়, ওই মহিলাদের উপর নির্যাতন করা হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে বসিরহাট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানিয়েছিলেন মাম্পি। কিন্তু তাঁকে গ্রেফতার করার নির্দেশ দেয় বসিরহাট মহকুমা আদালত। পিয়ালি দাস ওরফে মাম্পিকে ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কোর্ট। অন্যদিকে সন্দেশখালির জেলিয়াখালি পিঁপড়েখালি ফেরিঘাটে মাঝিদের  আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ ১২,০০০ টাকা লুটপাটের অভিযোগে বিজেপি কর্মী জুলফিকার মোল্লাকে মঙ্গলবার ভোর বেলা আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ।

error: Content is protected !!