আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ মিছিলের আয়োজন করার জন্য শিক্ষা দপ্তরের তরফে শোকজ় নোটিস ধরানো হল হাওড়া জেলার তিন স্কুলকে। জেলা স্কুল পরিদর্শক (ডিআই)-এর তরফে দেওয়া সেই নোটিসে স্কুলগুলিকে বলা হয়েছে, পঠন পাঠনের সময়ে পড়ুয়াদের নিয়ে মিছিল করা হয়েছে। আর তা পড়ুয়াদের জন্য সঠিক ছিল না এবং তাতে শিশুর অধিকার লঙ্ঘন হওয়ার অভিযোগ তোলা হয়েছে। এই নোটিস প্রসঙ্গে স্কুল পরিদর্শকের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও জবাব মেলেনি। শুক্রবার বিকেলে আরজি করের ঘটনার প্রতিবাদে হাওড়ায় মিছিল হয়। সেই মিছিলে হাওড়ার তিনটি স্কুল বালুহাটি গার্লস হাই স্কুল, ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় এবং হাওড়ার বালুহাটি হাই স্কুলের পড়ুয়ারা যোগ দিয়েছিলেন বলে জানানো হয়েছে শিক্ষা দপ্তরের তরফে। কেন স্কুলের শিক্ষক এবং পড়ুয়াদের নিয়ে এই ধরনের একটি কর্মকাণ্ডের আয়োজন করা হবে? তার কারণ দর্শানোর নির্দেশ দেওয়া দেওয়া হয়েছে স্কুলগুলিকে। ২৪ ঘণ্টার মধ্যে শোকজ নোটিসের জবাব না দিলে কঠোর পদক্ষেপ করা হবে বলেও স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়। যদিও স্কুলের দাবি, পঠনপাঠন শেষে ছুটির পরই ওই মিছিল হয়েছে। আরজি কর-কাণ্ডে বিচারের দাবিতেই শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিলে অংশ নেন বলে অভিযোগ। আর তা জানতে পেরেই জেলা স্কুল শিক্ষা দফতর ওই ব্যবস্থা নেয়। ডিআই ওই তিন হাইস্কুলকে কারণ জানাতে বলে শো-কজের চিঠি পাঠান। অভিযোগ, কিছু রাজনৈতিক দল পড়ুয়াদের সামনে রেখে রাজনৈতিক ষড়যন্ত্র করছে।
Related Posts
শিবের মাথায় জল ঢালতে গিয়ে বিপত্তি, বাগডোগরায় নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক ভক্তকে ধাক্কা গাড়ির, মৃত ৭
সোমবার গোকুলজোত গ্রাম থেকে বাগডোগরার জংলি বাবার মন্দিরে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে পুণ্যার্থীরা ভোরে বেরিয়েছিলেন। সেই সময় মুনি চা বাগান এলাকায় বাবাধাম থেকে আগত সিকিম নম্বর প্লেটের একটি চার চাকার গাড়ি তীব্র গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে একের পর এক পুণ্যার্থীদের ধাক্কা মারে। দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল ৭ পুণ্যার্থীর। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার […]
নন্দীগ্রামে মহিলাকে নগ্ন করে মারধর করে ৩০০মিটার দৌড় করানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে, গ্রেফতার বুথ সভাপতি তাপস দাস
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে উঠেছে অভিযোগ। তারপর নাগরিক সমাজ রাতের দখল নিয়ে রাস্তায় নেমেছিল। সেই রাতেই ভাঙচুর করা হয় আরজি কর হাসপাতাল। এই আবহে খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে মহিলাকে নির্যাতনের অভিযোগ উঠল। তার জেরে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। বিরোধী দলনেতা যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে […]
প্রবল বৃষ্টিতে জলমগ্ন বারাসতের রাস্তায় বিদ্যুতের খোলা তারে প্রাণ কাড়ল মহিলার
বৃষ্টিতে জল জমে গিয়েছে রাস্তায় ৷ সেই জল পাড়িয়ে বাড়ি ফিরছিলেন এক মহিলা ৷ কিন্তু বাড়ি আর ফেরা হল না অঞ্জনা বিশ্বাসের ৷ হঠাৎ রাস্তার জমা জলে পড়ে গেলেন তিনি ৷ উপুড় অবস্থায় পড়ে রইল তাঁর নিথর দেহ ৷ অনুমান, জমা জলে বিদ্যুতের খোলা তারে হাত লেগে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে ওই মহিলার ৷ বৃহস্পতিবার […]