শ্লীলতাহানি ইস্যুতে এবার মুখ্যসচিবকে চিঠি রাজ্যপালের। চিঠিতে তাঁর বিরুদ্ধে ইনকোয়ারি দ্রুত বন্ধ করার নির্দেশ রাজ্য়পালের। তাঁর বিরুদ্ধে পুলিশ যে ইনকোয়ারি চালাচ্ছে তা বেআইনি বলে চিঠিতে উল্লেখ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। সূত্রের খবর, সংবিধানের ৩৬১ ধারা অনুযায়ী রাজ্যপালের রক্ষাকবচের কথা স্মরণ করিয়ে চিঠিতে দ্রুত অনুসন্ধান বন্ধ করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। প্রসঙ্গত, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অভিযোগের তদন্তে ডিসি সেন্ট্রালের নেতৃত্বে ৮ সদস্যের বিশেষ অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অভিযোগের তদন্তে সিসিটিভি ফুটেজ চেয়ে রাজভবনে চিঠিও পাঠিয়েছে কলকাতা পুলিস। রাজভবনের ওসির মাধ্যমে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে EPBX অফিসের এন্ট্রি ও রাজ্যপালের চেম্বারের সামনের করিডরের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছে কলকাতা পুলিস। বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে। লালবাজারের তরফে বলা হয়েছে, যা যা করণীয় সব কিছু করা হবে। কাউকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হলে সেটাও করা হবে। যে জন্য একটি তালিকাও তৈরি করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। ওদিকে, গতকালই এক বিবৃতি জারি করে ‘সচ কা সামনা’ নামে এক কর্মসূচির ঘোষণা করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবনের পিসরুমে কর্মরত এক মহিলা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। তাঁর অভিযোগ, রাজ্যপাল তাঁকে নিজের চেম্বারে ডেকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে শ্লীলতাহানি করেছেন। তাঁকে আপত্তিকরভাবে স্পর্শও করেছেন। এই অভিযোগ সামনে আসতেই সব মহলে তোলপাড় পড়ে যায়। এই ইস্যুতে প্রকাশ্যে নির্বাচনী সভা থেকে রাজ্যপালকে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তোপ দাগেন, “রাজ্যপাল তাঁর কাজের মেয়েকে…. মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে… একবার নয়, পর পর দুবার শ্লীলতাহানি করেছেন।”
Related Posts
তৃণমূলের ২১ জুলাইয়ে সমাবেশে বিঘ্ন ঘটাতে লোকাল ট্রেন বাতিল ! কুণালের পোস্টের পরই সিদ্ধান্ত বদল রেলের
আগামী রবিবার ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ। রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মী-সমর্থকরা ওইদিন কলকাতায় ভিড় জমাবেন। ঠিক সেদিনই শিয়ালদহ ডিভিশনে একাধিক লোকাল বাতিলের সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ে। আজই রেলের তরফে জানানো হয়েছিল, শিয়ালদহ শাখায় শনিবার ৪টি ও রবিবার ৭টি ট্রেন বাতিল থাকবে৷ রেলের তরফে জানানো হয়েছিল বাতিল ট্রেনের তালিকাও৷ রেলের এই সিদ্ধান্তকে চক্রান্ত বলে […]
ED Raid South Point School: বেসরকারি স্কুলে কোটি কোটি টাকার তছরুপ অভিযোগে শহর জুড়ে তল্লাশি অভিযান ইডির
ঙ্গলবার সকাল থেকে শহর জুড়ে একাধিক জায়গায় ল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। এদিন সাতসকালে ইডির গন্তব্য ছিল কলকাতার প্রখ্যাত একটি বেসরকারি স্কুল। স্কুলের প্রশাসকের বিরুদ্ধে উঠেছে আর্থিক তছরূপের অভিযোগ। জানা গিয়েছে, ওই ইংরেজি মাধ্যম স্কুলেরই কৃষ্ণ দামানি নামক এক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। অভিযোগ স্কুলের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা সরানো হয়েছে একটি বেসরকারি […]
রাজ্য স্টাফ সিলেকশন কমিশনের নতুন চেয়ারম্যান হলেন বিবেক সহায়
রাজ্য স্টাফ সিলেকশন কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অবসরপ্রাপ্ত আইপিএস বিবেক সহায়। তাঁকে দুবছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে বুধবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তিনি অবসরপ্রাপ্ত আইএএস সঞ্জয় থাড়ে-র জায়গায় এলেন। থাড়ে-র কার্যকালের মেয়াদ ২৯মে শেষ হয়ে যায়। লোকসভা নির্বাচন চলায় নতুন করে কাউকে এই পদে দায়িত্ব […]