পুজোর আগে খুশির খবর, ২ লক্ষ টাকা অবসরকালীন ভাতা বাড়ল সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের 

পুজোর আগে খুশির খবর সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের। অবসরকালীন ভাতা বাড়ল তাঁদের। চাকরি শেষে অবসর গ্রহণের সময় তাঁরা পাবেন ৫ লক্ষ টাকা। এতদিন এই অঙ্কটা ছিল ৩ লক্ষ। বৃহস্পতিবার নবান্নের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে। এর আগে ২০২০তে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল ৬০ বছর পর্যন্ত চাকরি করার পর অবসরের সময় এই দুটি পদে কর্মরত কর্মীরা ৩ লক্ষ টাকা অবসরকালীন ভাতা হিসেবে পাবেন।‌ যদিও তাঁদের এই ভাতা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরেই সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশরা দাবি জানিয়ে আসছিলেন। এই নিয়ে আলোচনাও চলছিল। অবশেষে বৃহস্পতিবার রাজ্য সরকার তাঁদের এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করল।

error: Content is protected !!