পুজোর আগে খুশির খবর সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের। অবসরকালীন ভাতা বাড়ল তাঁদের। চাকরি শেষে অবসর গ্রহণের সময় তাঁরা পাবেন ৫ লক্ষ টাকা। এতদিন এই অঙ্কটা ছিল ৩ লক্ষ। বৃহস্পতিবার নবান্নের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে। এর আগে ২০২০তে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল ৬০ বছর পর্যন্ত চাকরি করার পর অবসরের সময় এই দুটি পদে কর্মরত কর্মীরা ৩ লক্ষ টাকা অবসরকালীন ভাতা হিসেবে পাবেন। যদিও তাঁদের এই ভাতা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরেই সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশরা দাবি জানিয়ে আসছিলেন। এই নিয়ে আলোচনাও চলছিল। অবশেষে বৃহস্পতিবার রাজ্য সরকার তাঁদের এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করল।
Related Posts
আজ থেকেই ট্রায়াল রান গড়িয়া-বেলেঘাটা মেট্রোর
আজ থেকে বেলেঘাটা থেকে রুবি পর্যন্ত মেট্রো রেলের ট্রায়াল রান চলবে। এই অংশে ইতিমধ্যেই পরিদর্শন সেরে গিয়েছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। বেশ কিছু বদলের কথা জানিয়ে ছিলেন। সেই পরামর্শ মেনে এবার পাকাপাকি ভাবে শুরু হচ্ছে সেই ট্রায়াল রান। ইতিমধ্য়েই পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা। রুবি থেকে এই অংশের মেট্রো পরিষেবা […]
সুপ্রিমকোর্টের নির্দেশ সত্ত্বেও কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলার চিকিৎসকরা
কর্মবিরতি চলবে। সুপ্রিম নির্দেশের পরেও নিজেদের অবস্থানে অনড় আরজি কর হাসপাতালের আন্দোলনরত চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন, তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। আরজি করের পাশাপাশি বাংলার সব মেডিক্যাল কলেজে কর্মবিরতি চলবে বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে আন্দোলনরত চিকিৎসকদের তরফে জানানো হয়, কর্মবিরতি তাঁরা তুলছেন না। হাসপাতালের জরুরি বিভাগ যেমন চালু ছিল, তেমন চালু থাকবে। […]
মাধ্যমিকের ফল প্রকাশ, মেধা তালিকায় এবার ৫৭ জন, পাশ হার ৮৬.৩১ শতাংশ
৮০ দিনের মাথায় ঘোষণা হল এ বছরের মাধ্যমিকের ফলাফল। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি, শেষ হয় ১২ ফেব্রুয়ারি। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯,২৩,০১৩ জন পড়ুয়া। এদের মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা- ৪,০৫,৯৯৪। ছাত্রী পরীক্ষার্থীদের সংখ্যা- ৫,১৭০,১৯ জন। অর্থাৎ পুরুষ পরীক্ষার্থীর থেকে মহিলা পরীক্ষার্থীর পাশের হার বেশি। চলতি বছর মোট ৭৬৫২৫২ পরীক্ষর্থী পাশ […]