অধীর জমানার অবসান, পশ্চিমবঙ্গের নতুন প্রদেশ কংগ্রেসের সভাপতি হলেন শুভঙ্কর সরকার

প্রদেশ কংগ্রেস সভাপতি করা হল শুভঙ্কর সরকারকে। সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁকে বাংলায় কংগ্রেসের ক্যাপ্টেন হিসাবে মনোনীত করেছেন। ২০২৪ সালের ৩০ অগস্ট তিনি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। এছাড়াও মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি  ও মিজোরাম প্রদেশ কংগ্রেস কমিটির স্টেট ইন চার্জের দায়িত্বেও ছিলেন তিনি। এবার সেই শুভঙ্কর সরকারকেই বাংলায় প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নিযুক্ত করা হল।  এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এর আগে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই দায়িত্ব সামলাচ্ছিলেন। তিনি ছিলেন পুরোপুরি মমতা বিরোধী। তবে কি তুলনায় নরমপন্থী শুভঙ্করকে এনে মমতার মন ভেজানোর চেষ্টা?  তবে শনিবার কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতির পদে শুভঙ্কর সরকারকে নিযুক্ত করেছেন। বলা হয়েছে এখন থেকেই তিনি এই দায়িত্বে নিযুক্ত হলেন। অধীরের জায়গায় এলেন শুভঙ্কর সরকার। গোটা বাংলায় ক্ষয়িষ্ণু কংগ্রেস। সংগঠন একেবারে নড়বড়ে। সেখানে কংগ্রেসের হাল ধরতে এলেন শুভঙ্কর। ২০২৬ সালে বিধানসভা ভোট। তার আগে শুভঙ্করের কাছে বড় চ্যালেঞ্জ এই পদ। তিনি কতটা এই পদের দায়িত্ব পালন করতে পারবেন কতটা সংগঠনকে মজবুত করতে পারবেন তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। 

error: Content is protected !!